Select Page

‘প্রীতিলতা’র লাঠিখেলায় আহত পরী মনি

‘প্রীতিলতা’র লাঠিখেলায় আহত পরী মনি

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা ‘প্রীতিলতা’। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন পরী মনি। ছবিটির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন তিনি।

বাংলা ট্রিবিউন জানান, গতকাল (৪ নভেম্বর) লাঠিখেলার শুটিং করার সময় হাতে প্রচণ্ড আঘাত পান এই তারকা।

রাজধানীর নিকেতনে দৃশ্যধারণের কাজ চলছিল। এর একটি দৃশ্যে লাঠিখেলার শুট চলছিল। সেটা করতে গিয়েই পরী মনির বাঁ হাতে আঘাত লাগে। সঙ্গে সঙ্গে হাত ফুলে যায়।

পরিচালক রাশিদ পলাশ বলেন, ‌‘পরীর ঐ হাতে আগেই একটু সমস্যা ছিল। ঠিক ওখানটাতেই লাঠির বাড়ি লাগে। বাম হাতটি সঙ্গে সঙ্গে কালো হয়ে যায়। চিকিৎসক এসে তার চিকিৎসা করেছেন। আপাতত তিনি ভালো আছেন।’

এরপরও পরী নিজে থেকে শুটিং চালিয়ে গেছেন বুধবার। নির্মাতা আরও জানান, পরীর আগামীকালের (৬ নভেম্বর) শুটিং পিছিয়ে সেটি শনিবার করা হয়েছে। এছাড়া আজ (৫ নভেম্বর) এমনিতে বিশ্রামে থাকার কথা ছিল এ নায়িকার। সব মিলিয়ে পুরোপুরি দুদিনের বিশ্রামে আছেন তিনি।
গত ১ নভেম্বর থেকে উত্তরায় ‘প্রীতিলতা’ সিনেমার শুটিং শুরু হয়।

এর চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন গোলাম রাব্বানী। সিনেমাটির পাণ্ডুলিপি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কস্টিউম ডিজাইনার হিসেবে রয়েছেন বিবি রাসেল। ঢাকার পর এটির শুটিং হবে চট্টগ্রামে।


মন্তব্য করুন