ফারুকীর ছবিকে বাণিজ্যিক বা আর্টে ভাগ করা যায় না: নওয়াজউদ্দিন সিদ্দিকী
মোস্তফা সরয়ার ফারুকীকে প্রশংসায় ভাসালেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ‘নো ল্যান্ডস ম্যান’ নামের এ ছবির সহপ্রযোজকও এ তারকা।
‘নো ল্যান্ডস ম্যান’ এবার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কিম জিসুক পুরস্কারে মনোনীত হয়েছে।
সম্প্রতি প্রথমবার বাংলাদেশি পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন অভিনেতা।
এ ছবি নিয়ে নওয়াজ বলেন, ‘আমার চরিত্র বারবার নিজেকে প্রশ্ন করে তাঁর ঠিকানা কী? এটা খুব কমন প্রশ্ন এবং এখনকার সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। চরিত্রটি নিয়ে তেমন প্রস্তুতি নেইনি। শুরুর দিকে ইংরেজি সংলাপ নিয়ে কিছুটা সমস্যায় পড়েছিলাম। কিন্তু মোস্তফা পুরোটা সময় আমাকে সাহায্য করেছে। একবার যদি চরিত্রের মধ্যে ঢুকতে পারি তখন ভাষা কোনো ব্যাপার না।’
সাক্ষাৎকারে নওয়াজ স্যাটায়ারধর্মী এই সিনেমা নিয়ে আরো বলেন, ‘গল্প সাধারণ, কিন্তু আপনাকে অবশ্যই টুইস্ট যোগ করতে হবে। বিষয়টা স্যাটায়ারের মাধ্যমে বলতে হবে যাতে মানুষের কাছে উপভোগ্য হয়।’
ফারুকী প্রসঙ্গে বলেন, ‘তার ছবি দর্শককে আটকে রাখে। বাণিজ্যিক, আর্ট নাকি উৎসবের জন্য বানানো—তাঁর ছবিকে এভাবে ভাগ করা যায় না।’
এবারের বুসানে নিজের ছবি মনোনীত হওয়া ছাড়াও আরেকটা কারণে নওয়াজের কাছে গুরুত্বপূর্ণ। তা হলো কিম জিসুক পুরস্কারে মনোনীত হয়েছে অপর্ণা সেনের ছবি ‘দ্য রেপিস্ট’ও। ‘অপর্ণা সেনের সঙ্গে আমার ছবি প্রতিদ্বন্দ্বিতা করছে এটা ভীষণ গর্বের। এই ছবির [দ্য রেপিস্ট] প্রস্তাব প্রথমে আমাকেই দেওয়া হয়, কিন্তু শিডিউল জটিলতায় করতে পারিনি। অপর্ণা সেন দারুণ পরিচালক, আমি নিশ্চিত ছবিটা খুব ভালো বানিয়েছেন তিনি,’ বলেন নওয়াজ।
সূত্র/ কালের কণ্ঠ