Select Page

ফাহমিদা নবীর ‘কারিগরি’র অ্যালবাম

ফাহমিদা নবীর ‘কারিগরি’র অ্যালবাম

শুধু নিজের কণ্ঠ কিংবা ক্যারিয়ার নয়, বরাবরই ফাহমিদা নবী চেষ্টা করেন বাংলা গানের বিকাশ ও মানোন্নয়নের জন্য কিছু করার। সেই সূত্রে ২০০৭ সাল থেকে ভয়েস গ্রুমিং প্রতিষ্ঠান ‘কারিগরি’ নিয়ে কাজ করছেন তিনি।

তার ভাষায়, ‘একজন কণ্ঠশিল্পীর নিজের গায়কীতে আত্মবিশ্বাস বাড়ানোর কাজটিই করার চেষ্টা করছি এখানে।’ ফাহমিদা নবীর সেই চেষ্টার ফসল এবার শ্রোতাদের ঘরে উঠতে যাচ্ছে। ‘কারিগরি’ থেকে প্রশিক্ষণ নেওয়া ১১ জনকে নিয়ে এবার প্রকাশ হতে যাচ্ছে একটি অ্যালবাম।

মোট ১২টি গান নিয়ে সাজানো হয়েছে ‘কারিগরি-এক’ শীর্ষক এ অ্যালবামটি। যেখানে ১১ জনের সঙ্গে একটি গান গেয়েছেন ফাহমিদা নবীও। এর মধ্যে ১০টি গানের সুর ও সংগীতায়োজন করেছেন সজীব দাস। আর ফাহমিদা নবী ছাড়া এতে গান গেয়েছেন পুতুল, অনন্যা, কদর, ফাহমিদা আহমেদ, ফারজানা, মুন্নী, জেসিমা, দৃষ্টি, সীমা, পিলু ও রাজীব।

অডিও সিডির পাশাপাশি অনলাইনেও গানগুলো প্রকাশ হচ্ছে ফাহমিদা নবীর নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আনমল-এ। এ উপলক্ষে অ্যালবামটির সব শিল্পীকে নিয়ে ১২ জুন সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন ফাহমিদা নবী।

তিনি বলেন, ‘‘কারিগরি’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০০৭ সাল থেকে অনেক ছেলেমেয়ে প্রশিক্ষণ নিয়েছে। তাদের মধ্য থেকে বাছাই করা ১১ জনকে নিয়ে এই অ্যালবাম তৈরি করেছি। ভালোমানের কিছু গান শ্রোতাদের উপহার দেয়ার চেষ্টা ছিল আমাদের।’

সূত্র : বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন