Select Page

বছরের শুরুতে ২০ সিনেমার ঘোষণা

বছরের শুরুতে ২০ সিনেমার ঘোষণা

২০১৯ সালে স্মরণকালের মধ্যে খারাপ অবস্থার মধ্য দিয়ে গেছে ঢালিউড। সংশ্লিষ্টরা আশাবাদি হলেও করোনার ছোবলে ২০২০ সালে ইন্ডাস্ট্রিতে মরার ওপর খরার ঘাঁ পড়ে। হালে যুক্ত হয়েছে হিন্দি সিনেমা আমদানিতে কয়েকটি পরিচালক, প্রযোজক ও প্রদর্শকদের ঐক্যমত।

এ দিকে নতুন বছরের জানুয়ারিতে ২০ সিনেমার ঘোষণা দিয়েছে কয়েকটি প্রযোজনা সংস্থা। এর মধ্যেই মহরত হওয়া দু’একটি সিনেমার শুটিংও শুরু হয়েছে।

ঘোষিত ছবির মধ্যে আছে ডিপজল প্রযোজিত সাতটি, শাপলা মিডিয়া প্রযোজিত তিনটি, মো. ইকবাল প্রযোজিত ও পরিচালিত তিনটি এবং অনন্য মামুন পরিচালিত পাঁচটি সিনেমা।

এ ছাড়া, মৌসুমী-ওমর সানী অভিনীত ‘বাংলার ভাবি’ নামের একটি সিনেমা বছরের শুরুতে শুটিং আরম্ভ হয়ে নানা ঝামেলায় আপাতত বন্ধ আছে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘বিয়ে আমি করবো না’ সিনেমার শুটিং। এই সিনেমায় ইমন, তানহা তাসনিয়া ইসলাম অভিনয় করছেন।

গত ৬ জানুয়ারি খলনায়ক, প্রযোজক ডিপজল সাতটি নতুন সিনেমার ঘোষণা দেন। তারমধ্যে ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘মানুষ কেন অমানুষ’ নামের একটি সিনেমার কাজ। ছবিটিতে ডিপজল ছাড়াও অভিনয় করছেন জয় চৌধুরী, মৌ খান।

শাপলা মিডিয়া প্রযোজিত তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। গত ১৮ জানুয়ারি ‘লাইভ’, ‘নরসুন্দরী’ ও ‘গ্যাংস্টার’ নামের তিনটি সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাগুলোর মধ্যে ‘লাইভ’ ও ‘নরসুন্দরী’ পরিচালনা করবেন শামীম আহমেদ রনী ও ‘গ্যাংস্টার’ পরিচালনা করবেন শাহীন সুমন। এর পর ‘বুবুজান’ নামের একটি ছবির কথাবার্তা শোনা যাচ্ছে কয়েক দিন ধরে।

নবাব এলএলবি খ্যাত পরিচালক অনন্য মামুন চলতি মাসে ৫টি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এগুলো হলো- প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান-২ ও পাইলট।

২০ জানুয়ারি জাকজমকপূর্ণ আয়োজনে তিনটি সিনেমার ঘোষণা দিয়েছেন প্রযোজক মো. ইকবাল। এবার তিনি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবেন বলে জানিয়েছেন। সিনেমাগুলো হলো- ফাইটার, রিভেঞ্জ এবং গুলশানের চামেলি। এই তিন সিনেমায় নায়ক থাকবেন রোশান। একটি ছবির নায়িকা থাকছেন শিরিন শিলা। আগামী ফেব্রুয়ারিতে থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন।


Leave a reply