Select Page

বড়পর্দায় সালমান শাহকে দেখার সুযোগ, যেতে হবে বরিশাল

বড়পর্দায় সালমান শাহকে দেখার সুযোগ, যেতে হবে বরিশাল

সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রথম সিনেমা ‘তুমি আমার’ মুক্তি পায় ১৯৯৪ সালের কোরবানির ঈদে। প্রথমবার পর্দায় আসার প্রায় তিন দশক পর আবারও সেই ছবি প্রেক্ষাগৃহে বসে দেখার সুযোগ মিলছে। এর জন্য যেতে হবে বরিশাল।

‘তুমি আমার’ আগামী ১০ ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

প্রয়াত জহিরুল হকের পরিচালনায় এ ছবির গল্প ও সংলাপ লিখেছেন তারই ছেলে আবদুল্লাহ জহির বাবু।

এই চিত্রনাট্যকার বলেন, ‘আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপ সম্বলিত প্রথম ছবি “তুমি আমার” আগামী ১০ ফেব্রুয়ারি বরিশাল অভিরুচি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি। আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করে। পরে আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান ও শাবনূর অভিনীত প্রথম ছবি “তুমি আমার”। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছবি এটি।’

‘তুমি আমার’ সিনেমায় সালমান-শাবনূরের পাশাপাশি আরও অভিনয় করেন কে এস ফিরোজ, প্রবীর মিত্র, জহিরুল হক, সৈয়দ হাসান ইমাম, ডন, মাহমুদুল ইসলাম মিঠু, ইদ্রিস, ববি, সজীব তাহের, রাশেদা চৌধুরী, মেঘলাসহ অনেকে।

সিনেমাটির জনপ্রিয়তার পেছনে সালমানের স্টারডমের পাশাপাশি গানের বেশ ভূমিকা রয়েছে। মূলত ‘তুমি আমার’-এর ওপর ভর করেই দাঁড়িয়ে শাবনূরের ক্যারিয়ার।


মন্তব্য করুন