বলিউড সিনেমার লাভের ১০ শতাংশ চায় শিল্পী সমিতি
ভারতীয় তথা হিন্দি ছবি আমদানি নিয়ে ঢালিউডের সব সমিতি এখন একমত। এমন পরিস্থিতিতে প্রযোজক (আমদানিকারক), পরিবেশক ও প্রদর্শকরা লাভের মুখ দেখলেও চলচ্চিত্র শিল্পীরা বসে থাকবে না। তারা দাবি করে বসেছে ১০ শতাংশ। অবশ্য ভারতীয় সিনেমায় সম্মতি জানালেও পরিচালক সমিতি বাড়তি কোনো দাবি তোলেনি।
সম্প্রতি সাফটা নীতিমালায় শাহরুখ খানের ‘পাঠান’ এদেশে মুক্তির তোড়জোড় শুরু করলেও নীতিমালা জটিলতায় মুক্তি ঝুলে আছে।
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার বলেন,‘আমি মনে করি, আমাদের এখানে এমন কিছু সিনেমা হচ্ছে যেগুলো সিনেমা, টেলিফিল্ম, নাটক কিছুই না; বলিউডের সিনেমা মুক্তি পেলে এসব মানহীন সিনেমাগুলো নির্মাণ বন্ধ হয়ে যাবে।’
বলিউডের ছবি মুক্তি পেলে কোনো সমস্যা নেই উল্লেখ করে নিপুণ আরও বলেন, আমাদের যেসব ফেস্টিভ্যাল আছে (ঈদ-পূজা, বিশেষ দিবস) এই সময়গুলো যেন বলিউডের ছবি রিলিজ না দেয়; ফেস্টিভ্যালে যেন শুধু দেশি সিনেমা থাকে এটাই চাওয়া। এটা শুধু আমার একার সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা শিল্পী সমিতির।
বলিউডের ছবি বাংলাদেশে আসার ব্যাপারে ইতোমধ্যে শিল্পী সমিতির সদস্যরা একত্রিত হয়ে একটি মিটিং করেছেন। নিপুণ বলেন, সংশ্লিষ্টদের কাছে একটি লিখিত প্রস্তাবও দিয়েছিলাম, বলিউডের যে ছবিটা মুক্তির পর এদেশে লাভ হবে সেখানকার ১০ পার্সেন্ট শিল্পী সমিতিতে দেবে। সমিতিতে দিলে আমাদের ফান্ড বাড়বে এবং সেই অর্থ শিল্পীদের জন্যই ব্যয় করা হবে। এখনও এই প্রস্তাবের ফিডব্যাক আসিনি।
সিনেমা হলমালিকরাও দ্বিধায় আছেন উল্লেখ করে নিপুণ বলেন, বলিউডের ছবি এলে হলগুলো বাঁচবে। হল মালিকরা দ্বিধায় আছে। লোন নিয়ে বন্ধ হল খুললে বা সংস্কার করলে দুই বছর পর থেকে লোনের টাকা ছবি চালাতে না পারলে কীভাবে খুলবে? আমি মনে করি আগে হল বাঁচাতে হবে তারপর শিল্প বাঁচবে।
জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত এই অভিনেত্রী মনে করেন, এখানে ক্ষতিগ্রস্ত হওয়ার কিছু নেই। তিনি বলেন, আমাদের অনেক অনেক মেধাবী নির্মাতা এবং টেকনিশিয়ান আছে যে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। বাইরের ছবি এলে প্রতিযোগিতা বাড়বে। তাই বলিউডের ছবি এলে সবাই লাভবান হবেন।
‘পাঠান’ বাংলাদেশে মুক্তির জন্য আবেদন করেছে পরিচালক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন। তবে এখনো সেই সিদ্ধান্ত ঝুলে আছে।
/ চ্যানেল আইন অনলাইন