Select Page

‘বসগিরি’ নকল নয়, তবে…

‘বসগিরি’ নকল নয়, তবে…

bossgiri

শুটিং ফ্লোরে যাওয়ার আগে থেকেই আলোচনায় আছে শামীম আহমেদ রনির দ্বিতীয় সিনেমা ‌‘বসগিরি’। এর মধ্যে নকলের অভিযোগও উঠেছে।

সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন শাকিব খানশবনম বুবলি। প্রযোজনা করছে খান ফিল্মস।

ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শনিবার সকালে রনি অভিযোগের জবাব দিয়েছেন। রনি জানান, বিভিন্ন চরিত্রে তামিল-হিন্দি সিনেমার লুকে সাজিয়েছেন। একে নকল বলতে নারাজ তিনি। বলছেন কমেডি অংশে এমনটা করেছেন। তবে বাংলাদেশি সিনেমার কোনো চরিত্রের কমেডি করেছেন কি-না জানাননি। পড়ে নিন রনির জবাব—

‘কাহিনী- ১

“মোল্লাবাড়ির বউ” সিনেমার একটি দৃশ্য ছিলো এরকম- এটিএম শামসুজ্জামান ভাই বানিয়ে বানিয়ে নিজের মনমতো হাদিস দিচ্ছে… তখন একজন ইমাম বলে উঠে, এই হাদিস আপনি কোথায় পেলেন?… এটিএম ভাই তোতলাতে তোতলাতে বলে- “হাদিসে আমপারা’য় পেয়েছি”… অজ্ঞ লোকদের নিয়ে এই এক সমস্যা- না জেনে,না বুঝে কথা বলাই তাদের কাজ…

কাহিনী- ২

“বসগিরি” তামিল অমুক ছবির নকল … আরে ভাই, “বসগিরি”র স্ক্রিপ্ট পড়ছেন নাকি আপনি? নাকি বানানোর আগেই নিজের উর্বর মস্তিষ্কের উর্বর দিব্যজ্ঞানে ছবিটাই দেখে ফেলেছেন? একটা লুক দেখেই বলে দিলেন এটা অমুক ছবির নকল?! বাব্বা… আপনি তো ভাই অনেক বড় পন্ডিত!

কাহিনী- ৩

“বসগিরি”র স্টোরি টেলিং কমেডি ধাঁচের। গল্পের একটি অংশ ইন্টারেস্টিং করার জন্য আমরা ঐ অংশের চরিত্রগুলোকে বিভিন্ন সিনেমার নায়কদের লুক দিয়েছি।যেমন, শাকিব ভাইকে “মাররি” ছবির লুক, চিকন আলীকে “পিকে” ছবির লুক, জাদু আজাদকে “ব্যাড এ্যাস” ছবির লুক, মারুফকে “শক্তি” ছবির লুক, জাহিদকে টাপুড়ি লুক, আমিন সরকারকে “চেন্নাই এক্সপ্রেস” লুক। তার মানে কি এই যে, “বসগিরি” এই সব ছবির নকল?! আপনি ভাই, আজব ক্যারেক্টার মাইরি…

কাহিনী- ৪

“বসগিরি” কোন ছবির কপি না। হ্যাঁ, একটি/দুটি দৃশ্যে কোন ছবির সাথে কিছুটা সাদৃশ্য থাকতেই পারে।তার মানে এই না যে সেই ২/১ টা দৃশ্যও নকল।

কাহিনী- ৫

সমালোচনা করুন- তবে দেখে, শুনে, বুঝে করুন। তাহলেই বদলাবে আমাদের চলচ্চিত্র।

কাহিনী- ৬

আর হ্যাঁ, … ‌“বসগিরি”তে বসের আসল লুক এখনও দেখেনই নাই… অপেক্ষা করুন… আসছে।’


১ টি মন্তব্য

মন্তব্য করুন