Select Page

বাংলাদেশি চলচ্চিত্রঃকিছু প্রচলিত সমস্যা ও তার সহ্জ সমাধান

একটা খারাপ সিনেমাকে যদি ব্যবসায়িক স্বার্থে ভাল বলি। তাহলে আমার লেখা পড়ে কেউ সিনেমাটি দেখে খারাপ লাগে গালিটা কিন্ত আমাকেই আগে দিবে। পরিচালক প্রযোজককে পরে দিবে।

যদি ব্যবসায়িক স্বার্থে একটা সিনেমার সমালোচনা না করি তাহলে পরিচালক তার ভুল গুলো শুধরাতে পারবে না। সে মনে করবে যা বানাচ্ছি তাই তো খাচ্ছে। তাই সে ভুল গুলো রিপিট করবে।

অনেককেই দেখি গড়পড়তা সব ছবিরই শেয়ার দিচ্ছেন ।অথচ হলে গিয়ে দেখা গেল ওটা একটা বাজে ছবি। তাই অনলাইন অ্যাক্টিভিস্টরা দয়া করে শুধু ভাল ছবির প্রচার করুন। বাজে, নিম্নমানের, নকল ও শুধু নিজের পছন্দের তারকার ছবির প্রচার বাদ দিন।

ভাই যদি বাজেটই মূল কারন হয় তাহলে আমি বলবো ইরানের সিনেমাগুলো দেখতে। সেখানে আহামরি কোন বাজেট থাকেনা। কিন্তু ছবিগুলো একই সাথে অস্কারও পায় আবার ব্যবসায়িক ভাবে সফল হয়।

হল সমস্যা, বাজেট সমস্যা, শিল্পী সমস্যা, প্রযোজক সমস্যা, পরিচালক সমস্যা, নাচের সমস্যা, গানের সমস্যা এবং আরও হাবিজাবি অনেক সমস্যা। এই সব সমস্যার একটিই সমাধান ভাল একটি গল্প, মৌলিক গল্প, সুন্দর সংলাপ, অসাধারণ একটি চিত্রনাট্য। যার সহ্জ উদাহরণ মনপুরা। মনপুরা বানাতে অবশ্যই ১০ কোটি টাকা লাগে নাই। কিন্তু ছবিটি সব শ্রেণীর মানুষ দেখে। কারন এটা খাঁটি বাংলা ছবি। নিজেদের সংস্কৃতি ও প্রেক্ষাপট নিয়ে, সুস্থ ও পরিচ্ছন্ন ও পরিবারের সবাইকে নিয়ে দেখা যায় এমন মৌলিক গল্পের ছবি নির্মাণ করুন। দর্শক হলে যেতে বাধ্য। তাই সবার আগে সিনেমাটা ভাল করেন দেখবেন সব সমস্যা আস্তে আস্তে ভাল হয়ে যাচ্ছে। ভাল সিনেমার অভাবেই কিন্তু এইসব সমস্যার সৃষ্টি হয়েছে।

সবই ভাল করলেন কিন্তু প্রচার করলেন না। তাহলে আমি কিভাবে জানব যে আপনার ভাল ছবিটি সিনেমা হলে আসছে। আমি তো আপনার পেইজ লাইক নাও দিতে পারি। এমনকি যারা সিনেমা নিয়ে লেখালেখি করে তাদের সাথে আমার কানেকশন নাও থাকতে পারে। তাই শুধু ফেসবুকে না, জাতীয় দৈনিক, অনলাইন নিউজ সাইট, ইউটিউব, টেলিইভশন, রেডিও সহ সব মিডিয়াতে প্রচার করতে হবে যদি আপনার সাহস থাকে যে সত্যিই আপনি একটা ভাল ছবি বানিয়েছেন। আপনার ছবিতে সুপারস্টার থাকলেও প্রচার করতে হবে। সুপারস্টার থাকাতে শুধু ওই সুপারস্টারের ভক্তদের পাবেন তাও সব ভক্তদের পাবেন না। কারন সবার এত সময় নেই যে আপনাকে ফেসবুকে খুজে বের করবে যে আপনার ছবি কবে রিলিজ হলো। আর প্রচার করলেই আপনি বাংলার সব মানুষের কাছে পৌছাতে পারবেন।

আজ আর বেশি লিখতে পারছি না ।  ইনশাআল্লাহ্‌ আগামীতে প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ।


মন্তব্য করুন