Select Page

বাংলাদেশে সার্টিফিকেশন বোর্ড পার হওয়া প্রথম ছবি ‘ভয়াল’

বাংলাদেশে সার্টিফিকেশন বোর্ড পার হওয়া প্রথম ছবি ‘ভয়াল’

অতীতে ‘গোপন কথা’ বা ‘ফায়ার’ সিনেমা দুটি প্রাপ্তবয়স্কদের জন্য তকমা পেলেও তখন সেন্সর বোর্ডই অনুমতির হর্তা-কর্তা। এখন সাত দশকের ঢাকাই সিনেমা প্রথমবারের মতো পেল সার্টিফিকেশন বোর্ড। গত ৩০ সেপ্টেম্বর প্রথমবারের মতো দুটি সিনেমা দেখেছেন বোর্ডের সদস্যরা। সেখান থেকে ‘এ’ গ্রেডের মাধ্যমে মুক্তি অনুমতি পেয়েছে একটি ছবি। এখনো বিস্তারিত না মিললেও ধারণা করা হচ্ছে, ‘এ’ গ্রেড পাওয়া সিনেমা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য মুক্তির অনুমতি পাবে।

এদিন সার্টিফিকেশন বোর্ডে প্রদর্শিত হওয়া ছবি দুটি হলো—‘ভয়াল’ ও ‘রাজকুমারী’। যার মধ্যে ‘ভয়াল’ ‘এ’ গ্রেডে ছাড়পত্র পাবে বলে চ্যানেল টোয়েন্টিফোরকে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন।

এ নির্মাতা বললেন, ‘সিনেমাটির সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হচ্ছে।’

‘ভয়াল’ পরিচালনা করেছেন বিপ্লব হায়দার। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান।

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র ‘সার্টিফিকেশন বোর্ড’ নামকরণ করে গত ২২ সেপ্টেম্বর এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালে ২০২৩ সালের নভেম্বর সার্টিফিকেশন আইন পাস করলেও কোনো বিধি তৈরি করেনি। উল্টো চলতি বছরের মে মাসে নতুন করে সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়। তাই সার্টিফিকেশন বোর্ডের জন্য বিধিমালা না থাকা সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা-অভিনেতা-প্রযোজক খিজির হায়াত খান সম্প্রতি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যে কাজটি আমরা শুরু করতে যাচ্ছি তা অত্যন্ত কঠিন। একটু সময় লাগবে বিধিগুলো সংস্কার করে চলচ্চিত্র-বান্ধব করতে। চলচ্চিত্রে অবশ্যই পরিবর্তন আসবে। আপাতত সিনেমা হলে যেন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পেতে পারে, সেদিকে নজর দিচ্ছি আমরা।’

অন্য এক প্রশ্নের জবাবে খিজির হায়াত খান বলেন, ‘বিষয়টি আমাদের জন্য জটিল একটা পরীক্ষার মতো। কারণ বোর্ডের নাম বদল হয়েছে ঠিকই, বিধিগুলো তো রয়ে গেছে পুরনো। ফলে আমাদের অনেক বিষয়ে ভাবতে হচ্ছে নতুন করে। আশা করছি সবাই মিলে একটা পথ বের করতে পারবো। দরকার একটু সময়ের।’

১৫ সদস্য-বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।

বোর্ডের অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন—আইন ও বিচার বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক এবং চলচ্চিত্র নির্মাতা ও গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল; চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।


মন্তব্য করুন