বাংলা টিভি নাটকে প্রথম গালি দিয়েছিলেন কে?
সাম্প্রতিক বাংলা নাটক বিশেষ করে ইউটিউব ভিউ কেন্দ্রিক নাটকের সংলাপ, দৃশ্য নির্মাণ নিয়ে অনেক অভিযোগ রয়েছে। এই তো কয়েকদিন আগে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের সংলাপ ‘যৌনকর্মীর ছেলে’ নিয়ে তুমুল বিতর্ক উঠে। পরিচালক একে ‘বিনোদন’ বলে সাফাই গাইলেও কারো সমর্থন পাননি। উল্টো সরিয়ে ফেলতে হয় নাটকের চারটি পর্ব।
এমন সময়ে বাংলা নাটকের প্রথম গালি নিয়ে অনুসন্ধানে নামতে দেখা গেছে নাটক ও সিনেমা বিষয়ক লেখক হৃদয় সাহাকে। সংগ্রাহক কাজল রিপনের বরাত দিয়ে তিনি জানান, প্রথম গালি দিয়েছেন আজিজুল হাকিম। তবে আরেকজন জানান, ওই চরিত্রে ছিলেন সালাউদ্দিন লাভলু। ‘সাম্প্রতিক’ নামের নাটকটি লিখেছিলেন মামুনুর রশীদ। মুস্তাফিজুর রহমানের প্রযোজনায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে যৌতুক বিরোধী নাটকটি প্রচার হয় ১৯৮৪ সালে।
গল্পটি ছিল এক নববধূকে ঘিরে। তার গরীব বাবা যথাসাধ্য যৌতুক দিলেও শ্বশুরপক্ষের মন ভরে না। নতুন বউকে পালকিতে রেখেই চলে যৌতুকের হিসাব-নিকোশ। বোনের শ্বশুরবাড়িতে গিয়েছিলেন আদরের ছোট ভাই। তার সামনেই বাবাকে তিরস্কার করতে থাকে, সে শুধু এক কোণে বসে ছিল।
নাটকের আরো দেখানো হয়, বরের মামা রাগ করে চলে যাওয়ায় পালকি থেকে আর নববধূকে কেউ নামায় না। একপর্যায়ে সব মিটমাট হয়ে গেলে তাকে পালকি থেকে নামানোর আয়োজন করা হয়। তখন দেখা যায় ছোট পালকিতে দুপুরের রোদের তাপ ও পানির তৃষ্ণায় মেয়েটি মারা যায়। তারপর শুরু হয় আবার তিরস্কার, অসুস্থ মেয়েকে বিয়ে দিয়েছে। বাবার তিরস্কার, চোখের সামনে বোনের মৃত্যু সহ্য করতে না পেরে কিশোর ভাইটি বসার পিঁড়ি ছুড়ে মেরে বলেছিল ‘কুত্তার বাচ্চা’।
‘সাম্প্রতিক’ নাটকে আজিজুল হাকিমের বোনের চরিত্রে ছিলেন প্রয়াত ইশরাত নিশাত। এছাড়া প্রয়াত আবুল খায়ের, আহসান আলী সিডনী ও নাজমা আনোয়ার ছিলেন বিভিন্ন চরিত্রে।
হৃদয় সাহা জানান, তখন পত্রিকায় লেখা হয় বাংলা নাটকে এর আগে এভাবে গালি দেয়া হয়নি৷ তাই বলা যায়, এটিই ছিল বাংলা নাটকে দেয়া প্রথম গালি।
ফেসবুকের ওই পোস্টে জাকির হোসেন নামের একজন লেখেন, বর্ণিত তথ্যে একটু ভুল আছে। নাটকটিতে গালি দেয়া ভাইটির চরিত্রে অভিনয় করেছিলেন সালাহউদ্দিন লাভলু। মামার ভূমিকায় অভিনয়কারী সৈয়দ আহসান আলী সিডনী ভাগনেকে যখন বলেন ‘ভাগ্যবানের বউ মরে, অভাগার মরে গরু’ তখন মরে যাওয়া বউয়ের ভাই সালাহউদ্দিন লাভলু সিডনীর উদ্দেশ্যে ‘কুত্তার বাচ্চা’ বলে জলচৌকি ছুড়ে মারেন।
অবশ্যই ‘সাম্প্রতিক’ নাটকেই প্রথম গালি দেয়া হয়েছিল কিনা নিশ্চিত হওয়া যায় না পুরোপুরি। তবে জ্ঞাত ইতিহাসেই এটাই যে প্রথম তা মনে হওয়া স্বাভাবিক।