Select Page

বিধবার বেশে জয়া আহসানের ‘নকশিকাঁথার জমিন’

বিধবার বেশে জয়া আহসানের ‘নকশিকাঁথার জমিন’

নিউ নরমালে সময়ে এসে ঢাকার আরও একটি সিনেমার কাজ শেষ করলেন দুই বাংলার এই অভিনেত্রী।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস ‘বিধবাদের কথা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আকরাম খান।

বাংলা ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, ‘নকশিকাঁথার জমিন’ নামের এ ছবির শুটিং শেষ হয়েছে গত ৯ নভেম্বর। এখানে জয়াকে দেখা যাবে বিধবার চরিত্রে। তবে এখনই নয়, আগামী বছরের ১৬ ডিসেম্বর এটি মুক্তি দেওয়া হবে বলে জানালেন নির্মাতা।

আকরাম খান বলেন, ‘ছবিটির শুটিং পুরোপুরি শেষ। এখন এর শব্দ, রঙ ও সম্পাদনার কাজ চলবে। এটি হতে হতে মার্চ চলে আসবে। এরমধ্যে বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবো। তবে মুক্তির জন্য দেরি হওয়ার মূল কারণ, ২০২১ সাল বাংলাদেশিদের জন্য গৌরবান্বিত বছর; বিজয়ের ৫০ বছর পূর্ণ হবে। তাই বিজয় দিবসে এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি।’

২০১৮-১৯ সালের সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন নির্মাতা আকরাম খান নিজেও।

এই সিনেমায় দুই বিধবা বোনের জীবনযাপনের আড়ালে লুকিয়ে থাকা বাংলাদেশেরই ইতিহাসের এক রক্তঝরা অধ্যায় উঠে আসবে। দুই বোন হিসেবে আছেন জয়া ও ফারিহা শামস সেওতি। তবে এখানে মূল চরিত্রটি হলো জয়া আহসানের।

আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহনাজ খুশী ও তার দুই ছেলে সৌম্য-দিব্যসহ অনেকে।

ছবির সর্বশেষ শুটিং হয়েছে নারায়ণগঞ্জে। পরিচালক বলেন, ‘বাংলাদেশে করোনা সংক্রমণের আগেও শুটিং করেছিলাম। তখন হবিগঞ্জ, সৈয়দপুরে দৃশ্যধারণ করেছি। এবার করলাম নারায়ণগঞ্জে। মোট ১৭ দিনে শুটিং পর্ব শেষ হয়েছে।’

এর আগে আকরাম খান জয়া আহসানকে নিয়ে ‘খাঁচা’ নামের একটি সিনেমা নির্মাণ করেছিলেন। সেটিও ছিল সরকারি অনুদানপ্রাপ্ত। এই ছবির গল্পটিও নেওয়া হয়েছিল হাসান আজিজুল হকের উপন্যাস থেকে।


মন্তব্য করুন