Select Page

বুবলির প্রথম সিনেমা কোনটি?

বুবলির প্রথম সিনেমা কোনটি?

shabnam-bubly

ঈদুল আজহায় শামিম আহমেদ রনির ‘বসগিরি’ ও রাজু চৌধুরীর ‘শুটার’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হচ্ছে শবনম বুবলির। ‘শুটার’র প্রযোজকের মন্তব্য ধরে প্রশ্ন উঠেছে এ নায়িকার প্রথম সিনেমা কোনটি?

সবাই জানেন ‘বসগিরি’ বুবলির প্রথম সিনেমা। এ সিনেমার মাধ্যমেই অভিনয়ে পা রাখেন। ‘শুটার’র খানিক শুটিংয়ের পর যুক্ত হন এ নায়িকা।

কিন্তু ‘শুটার’ ছবির প্রযোজক ইকবাল মানবজমিনকে বলেন, “নিয়ম অনুযায়ী যে ছবি সেন্সর থেকে আগে ছাড়পত্র পাবে সেটাই হবে সেই শিল্পীর প্রথম ছবি। শুটিং কোনটা আগে শুরু করলো এটা মূল বিষয় না। তাই আমার মতে, মুক্তি পেতে যাওয়া এ ছবিটিই বুবলীর প্রথম ছবি। এরপর আসবে ‘বসগিরি’ ছবির নাম।”

একই মত দিয়েছেন ছবির পরিচালক রাজু চৌধুরীও। তিনি বলেন, “নিয়ম অনুযায়ী একজন অভিনয়শিল্পীর সেন্সরে যে ছবিটি প্রথম জমা হবে এবং ছাড়পত্র পাবে সেটিই হবে তার প্রথম ছবি। সেদিক দিয়ে ‘শুটার’ আগে এবং ‘বসগিরি’ ছবিটি পরে সেন্সর ছাড়পত্র পেয়েছে।”

সম্প্রতি প্রকাশিত ‘শুটার’ ট্রেলারেও নির্মাতা-প্রযোজকের কথার রেশ পাওয়া গেছে। বুবলির নামে সামনে বসানো হয়েছে ‘ইন্ট্রোডিউসিং’।

তবে এসব নিয়ে ভাবছেন না বুবলি। তিনি বলেন, ‘দুটি ছবিই আসলে আমার ছবি।’


মন্তব্য করুন