Select Page

বড়পর্দা নয়, আই থিয়েটারে মুক্তি পাবে সেন্সর না পাওয়া ‘মেকআপ’

বড়পর্দা নয়, আই থিয়েটারে মুক্তি পাবে সেন্সর না পাওয়া ‘মেকআপ’

একেবারে আনকাট অবস্থায় ‘মেকআপ‘ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি জানান, আগামী ২১ মার্চ আই থিয়েটার অ্যাপে এটি মুক্তি পাচ্ছে। মাত্র ৫০ টাকার অনলাইন টিকিটের মাধ্যমে ছবিটি দেখতে পারবে যে কেউ।

সম্প্রতি এতে চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগ এনেছিল সেন্সর বোর্ড। বোর্ডের সচিব মমিনুল হক বলেছিলেন, ‘জনসাধারণের মাঝে ছবিটি প্রদর্শনযোগ্য নয় বলে সর্বসম্মতিক্রমে (সেন্সর বোর্ডের সদস্য) সিদ্ধান্ত নিয়েছে সেন্সর বোর্ড।’

বিষয়টি নিয়ে অনন্য মামুন বলেন, ‘আমরাও ছবিটি পুনরায় দেখেছি। এতে কাউকে ছোট করার কোনও উপাদান নেই। তাই আমরা অনলাইনে মুক্তি দিচ্ছি। আর যেহেতু সেন্সর বোর্ড থেকে ছবিটি সম্পাদনার কোনও নির্দেশনা নেই, তাই একই অবস্থায় এটি মুক্তি পাবে।’

জানা যায়, ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে সিনেমাটি দেখানো হবে।

এদিকে, গতকাল (১২ মার্চ) অনন্য মামুন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘মেকআপ’ সিনেমার একটি থিম পোস্টার শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘চোরকে চোর বলতে পারব না, তা তো হতে পারে না। আমার ভাষা কেড়ে নেয়ার অধিকার কারও নেই…।’

‘মেকআপ’ সিনেমা জগতের কাহিনি নিয়েই নির্মিত। ছবিটি এ অঙ্গন নিয়ে নেতিবাচক ধারণা দিতে পারে— এমন আপত্তি উঠেছে সেন্সরের তরফে। তাই মেলেনি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি।

এর কাহিনি সম্পর্কে বলা হচ্ছে, লাইট ক্যামেরায় বন্দী সিনেমার শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। সিনেমার অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিন শেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জি ও বিশ্বনাথ।


মন্তব্য করুন