Select Page

ভারতীয়দের নিয়ে কাজ করবে ‘চরকি’, ঘোষণা শিগগিরই

ভারতীয়দের নিয়ে কাজ করবে ‘চরকি’, ঘোষণা শিগগিরই

ভারতের বাংলাভাষী রাজ্য পশ্চিমবঙ্গের দর্শকরাও শিগগিরই দেখতে চলেছেন বাংলাদেশি প্লাটফর্ম চরকির অনুষ্ঠান। আজ বুধবার (৪ অক্টোবর) আসেব এর আনুষ্ঠানিক ঘোষণা। এর আগেই চরকির চিফ এক্সিকিউটিভ অফিসার ও নির্মাতা আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বলেন রেদওয়ান রনি। সেখানে উঠে এসেছে প্রথম আলোর সংশ্লিষ্ট প্লাটফর্মটির কলকাতা নিয়ে কিছু পরিকল্পনা। সঙ্গে আনন্দবাজার দিয়েছে সূত্রের খবর।

২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে ‘চরকি’। তার পর এপার বাংলায় পা রাখার কারণ কী? আনন্দবাজারের এমন প্রশ্নে রনি বললেন, ‘‘আমরা বাংলা কনটেন্ট নিয়েই কাজ করি। শুরুটা করেছিলাম ঢাকা থেকে। তার পর দু’বাংলার প্রতিভা নিয়ে কাজের ইচ্ছা ছিলই।’’

পশ্চিমবঙ্গে ‘চরকি’র যাত্রা শুরুর পর সাবস্ক্রিপশন পদ্ধতি আরও সহজ হয়ে যাবে বলে জানান তিনি।

বাংলাদেশের পাশাপাশি এখানে তারা কী ধরনের কনটেন্ট তৈরি করবেন, তা খোলসা করলেন রনি। জানালেন, টলিপাড়ার অভিনেতা এবং পরিচালকদের সঙ্গে স্বতন্ত্র কনটেন্ট যেমন তারা তৈরি করবেন, তেমনই দুই বাংলার শিল্পীদের নিয়ে কাজ করতে আগ্রহী তারা। যেমন অতনু ঘোষ পরিচালিত ‘৭২ ঘণ্টা’ ছবিটি এই মাধ্যমেই দেখা যায়।

সূত্রের বরাত দিয়ে খবর, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কিউ-এর মতো টলিপাড়ার প্রথম সারির পরিচালকদের সঙ্গে ইতিমধ্যেই ‘চরকি’র তরফে কথাবার্তা চলছে। কিছুদিন আগে প্রথম আলোর তারকা জরিপ পরবর্তী মিলনমেলায় সৃজিতকেও দেখা গিয়েছে।

আনন্দবাজার জানায়, এই প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে চাইলেন না রনি। তার কথায়, ‘‘সাধারণত আমরা বছরের শেষে কনটেন্ট ঘোষণা করি। আগে সব চূড়ান্ত হলে পুজোর পর কলকাতার কনটেন্ট ঘোষণা করার ইচ্ছা রয়েছে।’’

সূত্রের খবর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাদের নাকি কথাবার্তা চলছে।

বাংলায় ‘হইচই’-এর কনটেন্টের প্রাধান্য বেশি। ইতিমধ্যেই তারা বাংলাদেশে শাখা বিস্তার করেছে। এ পার বাংলায় পা রেখে ‘বিরোধী’ মাধ্যমের সঙ্গে কোনো রকম প্রতিযোগিতার প্রসঙ্গ উড়িয়ে দিলেন রনি। তার কথায়, ‘‘আমরা একে অপরকে চিনি। আমাদের দেশে ঈদে ওদের এবং আমাদের কোনো কনটেন্ট জনপ্রিয় হলে দু’জনেই লাভবান হয়। আমরা একসঙ্গে বাংলার সামগ্রিক বাজারটা বড় করতে ইচ্ছুক।’’


মন্তব্য করুন