Select Page

ভীষণ সুন্দর ‘হাওয়া’র গান, ‘সাদা সাদা কালা কালা’

ভীষণ সুন্দর ‘হাওয়া’র গান, ‘সাদা সাদা কালা কালা’

প্রকাশ হয়েছে মেজবাউর রহমান সুমনের সিনেমা ‘হাওয়া’র প্রথম গান। গানটি গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। সুমন জানান, হাশিমের কণ্ঠে গানটি ধারণের ইচ্ছা থাকলেও হয়ে উঠেনি। কণ্ঠ দিয়েছেন আরফান মৃধা।

ভীষণ সুন্দর ‘সাদা সাদা কালা কালা’ প্রকাশের পর শুক্রবার গানটির পেছনের গল্প বলেছেন সুমন।

তিনি ফেসবুকে লেখেন, ‘হাওয়া’র প্রথম গান “সাদা সাদা কালা কালা”। এই গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ । আমি যখন চারুকলায় পড়তাম তখন অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আর মানুষের সাথে  আমার পরিচয় হয়েছিল এবং তারা  বেশিরভাগই গানের মানুষ ছিল । তখন আমরা কাঁধে গীটার নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম, গান করতাম।

চারপাশে অনেকেই   তখন গান করত । সেই সমইয়ের অনেকের গানই এখন খুব জনপ্রিয় । কিন্তু  আমার কাছে হাশিম ভাই এর গান  ছিল ভিন্ন কিছু । কত বিকেল পার করেছি হাসিম ভাইয়ের গানে !!  অনেক বছর আগে আমি আর শোয়েব, হাশিম ভাই   কিছু গান রেকর্ডও করেছিলাম, কিন্তু পরে সেই রেকর্ডিংগুলি  আমরা হারিয়ে ফেলি। আমি যখন হাওয়ার কাজ শুরু করবো , তখনই ঠিক করেছিলাম “সাদা সাদা কালা কালা” গানটা সিনেমাতে রাখতে চাই । কিন্তু  হাশিম ভাইকে আমার দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না। সে তখন আর চারুকলায় আসে না ।  পরে জানতে পারি তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পরেছেন। অনেক খোজ  খবর  করার পর আমরা হাশিম ভাই কে খুঁজে পাই। হাশিম ভাইকে দিয়েই গানটি গাওয়াতে পারলে সবথেকে ভালো হতো । কিন্তু সেটা সম্ভভ হয়নি তার অসুস্থতার কারণে ।

এই গানটি আরফান মৃধা শিবলু  গেয়েছে । শিবলু বহু বছর ধরে হাশিম ভাই সাথে এই গান গুলো গেয়ে আসছে । তাই ওই গাইল । এই গানটি ছাড়া হাশিম ভাইয়ের আরো অনেক  সুন্দর সুন্দর গান আছে কিন্তু সবগুলোই কোন সাধারণ ক্যামেরা অথবা মোবাইলে রেকর্ড করা । বছর দুই আগে ” তোমায় আমি পাইতে পারি বাজি ” মোবাইলে রেকর্ড করা গানটি  ফেসবুক-এ বিভিন্নজনের ওয়াল ওয়ালে ঘুরতে দেখেছি । হাশিম ভাইয়ের কিছু গান অনেকের কাছেই হয়তো পরিচিত । কিন্তু   হাশিম ভাইয়ের নামটা  হয়ত অনেকেই জানেনা। আর  “সাদা সাদা কালা কালা” হাশিম ভাই এবং আমাদের সেই সুসময়ের গান আর আমার প্রথম সিনেমার “হাওয়া’র ” প্রথম গান  ।

আরেকটু কথা, এই গান টি খমক ছাড়া কোন বাদ্য যন্ত্র ইউজ করা হয় নাই । নৌকার সব কাঠ বাঁশ হাড়ি পাতিল দিয়ে দীর্ঘ দিন ধরে গানটি কম্পোজ করেছে ইমন চৌধুরী , আর এই সব অ-যন্ত্র গুলো বাজিয়েছে  মিথুন চক্র।


Leave a reply