Select Page

শাম্মী আখতারের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী

শাম্মী আখতারের চিকিৎসা সহায়তায় প্রধানমন্ত্রী

ক্যান্সা‌রে আক্রান্ত সংগীত‌শিল্পী শাম্মী আখতারের পা‌শে দাঁড়া‌লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যক্তিগত তহবিল থেকে তি‌নি পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শিল্পী‌কে।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ কিংবা ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’, ‘ভালোবাসলে ঘর বাঁধা যায় না’— এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী দীর্ঘ‌দিন ধ‌রেই ক্যান্সারের স‌ঙ্গে লড়‌ছেন।

তার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। সে আবেদ‌নের প্রে‌ক্ষি‌তেই সহায়তা ক‌রেন প্রধানমন্ত্রী।

গত ১৮ অক্টোবর সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় এবং সহ সভাপতি ‘একুশে পদক’ প্রাপ্ত গণসংগীত শিল্পী মাহমুদ সেলিম শিল্পীর হাতে প্রধানমন্ত্রীর চেক তুলে দেন।

শিল্পীর স্বামী আকরামুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব। তবে পরিবারের পক্ষ থেকে কারো কাছে সাহায্যের কোনো আবেদন করব না।”

তিনি বলে‌ছেন, সপ্তাহ দুয়েক মিরপুর ও ধানমন্ডির দুটি হাসপাতালে চিকিৎসা নিয়ে আপাতত বাসায় আছেন শা‌ম্মী আখতার।


মন্তব্য করুন