Select Page

মন্দার বাজারে সাইফ চন্দনের হাতে চার ছবি

মন্দার বাজারে সাইফ চন্দনের হাতে চার ছবি

এর আগে তিন ছবি মুক্তি পেয়েছে সাইফ চন্দনের, আহামরি ব্যবসা করেছে এমনও না। তবে দর্শকদের হতাশ করেছে এমনও নয়। তিনি উদ্যোগ নিলেন টানা চারটি ছবি নির্মাণের! এর মধ্যে প্রথম ছবি ‘ওস্তাদ’-এর শুটিং শেষ করেছেন অর্ধেক। জানুয়ারি মাসেই পুরো শুটিং শেষ করবেন বলে জানান তিনি।বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

ফেরারি ফরহাদের চিত্রনাট্যে ফিল্ম ওয়ার্ল্ড-এর ব্যানারে ‘ওস্তাদ’ প্রযোজনা করছেন মোহাম্মদ নিপ্পন। অভিনয় করেছেন রোশান, উষ্ণ, মিমি, তাসকিন, রিপা, শানুশিবা, ডন, সিনহা, অলংকার, স্বাধীন, তানভীর, সাইফসহ অনেকে।

অন্য তিন ছবির মধ্যে রয়েছে, যথাক্রমে ‘মন্ত্র’, ‘কাপ্তান’ ও ‘কয়লা’। যেগুলো নতুন বছরের মে মাসের মধ্যে শেষ করার কথা জানালেন চন্দন। এর মধ্যে গুছিয়ে নিয়েছেন ‘মন্ত্র’ সিনেমার চিত্রনাট্য ও প্রাথমিক কাজ। চলছে শিল্পী তালিকা তৈরির প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাস থেকে ছবিটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার। চন্দন বলেন, ‘এই ছবিটি টানা শুটিংয়ের মাধ্যমে শেষ করার ইচ্ছে রয়েছে আমার।’

‘মন্ত্র’র কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য তৈরি করেছেন মাসুম রেজা। আরবিএস টেক-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন।

এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ‘কাপ্তান’ ও ‘কয়লা’র নাম নিবন্ধন করেছেন সাইফ চন্দন।  জানান, ২০২০ সালের মার্চ ও মে মাসে এই দুই ছবির শুটিং করবেন তিনি। চলছে সেই মাফিক প্রস্তুতি।

সাইফ চন্দন বলেন, ‘প্রাথমিকভাবে প্রতিটি ছবির শুটিং শিডিউল আলাদাভাবে গুছিয়ে রাখছি। আমি চাইছি টানা একটি ছবি শেষ করে আরেকটিতে হাত দিতে। এরজন্য গড়ে তুলতে হচ্ছে বড় ও দক্ষ একটি শুটিং টিম। যাতে প্রতিটা ছবিকেই আলাদাভাবে গুরুত্ব দিতে পারি। তাছাড়া প্রতিটি ছবির গল্প ও প্রেজেন্টেশন আলাদা করার চেষ্টা রয়েছে আমাদের। জানি, চ্যালেঞ্জটা একটু বেশি! আল্লাহ ভরসা।’

সাইফ চন্দন পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘আব্বাস’। এর আগে তিনি নির্মাণ করেছিলেন ‘ছেলেটি আবোল-তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’।


মন্তব্য করুন