Select Page

‘মানুষের বাগান’-এর পোস্টার ফাঁস

‘মানুষের বাগান’-এর পোস্টার ফাঁস

নুরুল আলম আতিক বছর খানেক আহে ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করে লেখেন ‌‘মানুষের বাগান’। এর কোনো ব্যাখ্যা তখন না দিলেও পরে জানা যায় এটি তার নতুন সিনেমার নাম।

সে খবর প্রকাশ হওয়ার পর তার ভক্তরা খুশি হন। তখন জানা যায়, এটি মূলত অমনিবাস চলচ্চিত্র। একাধিক গল্পে একঝাঁক তারকা অভিনয় করেছেন। তার নমুনা পাওয়া গেল ফেসবুকে রোববার প্রকাশ হওয়া পোস্টারে।

তবে এই পোস্টারটি অফিসিয়াল পোস্টার না বলে জানিয়েছেন পরিচালক নুরুল আলম আতিক।

তিনি সারাবাংলাকে বলেন, ‘ছবির পোস্টারে আরও অল্প কিছু কাজ বাকি আছে। এটা চূড়ান্ত না। তবে পোস্টারের মূল আদলটা এমনই থাকবে। সামান্য কিছু পরিবর্তন করা হবে। কিন্তু সেই কাজটি করার আগেই ফেসবুকে লিক হয়ে গেছে পোস্টারটি।’

‘মানুষের বাগান’ নামের সঙ্গে পোস্টারের সুন্দর সম্পর্ক রয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে পৃথিবীর গোল আকৃতিকে পেছনে রেখে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। দেখে বোঝাই যাচ্ছে তারা একেক জন একেক কাজে ব্যস্ত। সব বয়সী মানুষ রয়েছে সেখানে। ঠিক যেন মানুষের বাগান।

ছবির শুটিং শেষ হয়েছে চলতি বছরের মাঝামাঝি সময়ে। এখন সম্পাদনার কাজে ছবিটি রয়েছে ভারতে। চলতি বছরের শেষ নাগাদ ‘মানুষের বাগান’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে প্রযোজক ও নির্মাতার।

জানা গেছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষদের নিয়ে গড়ে উঠেছে ছবির কাহিনী। ছবিতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ কুমার, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

ছবিতে ‘মানুষের বাগান’ শিরোনামে একটি গানও থাকবে। গানটি গেয়েছে চিরকুট।

 


মন্তব্য করুন