Select Page

মারা গেছেন পরিচালক তমিজ উদ্দিন রিজভী

মারা গেছেন পরিচালক তমিজ উদ্দিন রিজভী

নাট্য ও চলচ্চিত্র সংসদকর্মী, বীর মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক তমিজ উদ্দিন রিজভী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজধানীর রাশমনো হাসপাতালে গত সোমবার (২৫ এপ্রিল) রাত ৯টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, ‘রিজভী ভাই অসুস্থ ছিলেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। এবার সবাইকে ছেড়ে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি  এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

তমিজ উদ্দিন রিজভী ১৯৪৭ সালের ১৪ আগস্ট, নারায়ণগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি নাটকের সাথে জড়িত হন। জড়িত ছিলেন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সঙ্গেও।

কবরীর সঙ্গে তমিজ উদ্দিন রিজভী। ছবি: ফিরোজ এম হাসান

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে  অংশগ্রহণ করেন তমিজ উদ্দিন রিজভী। দেশ স্বাধীন  হওয়ার পর তিনি চলচ্চিত্র পরিচালনার সঙ্গে যুক্ত হন।  অনেক খ্যাতিমান চলচ্চিত্রকারদের সঙ্গে তিনি কাজ করেছেন। বেশ কয়েকটি ছবিতে তিনি অভিনয়ও করেছেন।

তমিজ উদ্দিন রিজভী পরিচালিত চলচ্চিত্র সমূহ- ছোট মা, আশীর্বাদ, জিদ্দি, জেলের মেয়ে, বিরোধ, আশা ভালোবাসা, জবাবদিহি প্রভৃতি। এ সব ছবিতে ফারুক, কবরী, শাবানা, জসিম ও সালমান শাহ’র মতো তারকারা অভিনয় করেন। এ ছাড়া টেলিভিশনের জন্য নাটক নির্মাণ করেছেন তিনি।

২৬ এপ্রিল বাদ জোহর নারায়ণগঞ্জে জানাজা শেষে তমিজ উদ্দীন রিজভীকে সমাহিত করা হবে।


মন্তব্য করুন