Select Page

মাহি প্রসঙ্গে শাওন

মাহি প্রসঙ্গে শাওন

mahi-shaon

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের সিনেমা ‘কৃষ্ণপক্ষে’ অভিনয় করেছেন মাহি। পরিচালনা করছেন মেহের আফরোজ শাওন। মাহিকে সনাতনী বাণিজ্যিক ধারায় দেখা গেলেও এ প্রথম ভিন্ন ধরনের সিনেমায় অভিনয় করলেন। এ নিয়ে নানা সময়ের প্রশ্নের মুখোমুখি হয়েছেন শাওন।

অগ্নি’ অভিনেত্রীকে কাস্ট করা প্রসঙ্গে ইত্তেফাককে এক সাক্ষাৎকারে শাওন বলেন, ‘আমার কাছে মাহির সাধারণ স্বভাব-চলাচল, কথা বলাটা ভালো লেগেছে। এরপরেও তো ওর বয়স কম, সেই খেয়ালিপনা বা ছটফটে ভাব তো মেনে নিতেই হবে। তবে খুব ভালো লেগেছে যখন ও হুমায়ূন আহমেদের চরিত্রে কাজ করবে বলে তার ভিতর আলাদা উচ্ছ্বাস দেখে, তখন বুঝেছি ও তার চরিত্রের প্রতি পুরো শ্রদ্ধা নিয়েই কাজটা করছে।’

সে নিজেকে কীভাবে হুমায়ূন আহমেদের গল্পের প্রেক্ষাপটে মানিয়ে নিতে পারল?— এ প্রশ্নে ‘শ্রাবণ মেঘের দিন’ অভিনেত্রী বলেন, ‘মাহি আসলে অকপটেই যখন বলেছে যে ওর আগের ছবিগুলোর কিছু কিছু চরিত্র ওর নিজেরও পছন্দ না, তখন বুঝেছি ও মন দিয়েই কাজটি করতে এসেছে। এবং আমি কোনো কোনো ক্ষেত্রে আমার প্রত্যাশার চাইতেও বেশি পেয়েছি ওর কাছ থেকে।’

শাওন আরও বলেন, ‘এছাড়া ও সেটে দেরি করে আসে… অমুক তমুক নানা অভিযোগের বাক্সের খবর যখন শুনি, তখন তা বানোয়াট মনে হয়েছে আমার নিজের কাছে। তবে অভিযোগ যদি বলতেই হয় তাহলে বলব ওর অতি মাত্রার ডায়েটের কথা। এটা করা ওর উচিত না। আমার মতে মাহির এই অতি ডায়েট চর্চা বন্ধ করা উচিত।’


মন্তব্য করুন