Select Page

‘মিশন এক্সট্রিম’ কেন ছাড়লেন এবিএম সুমন

‘মিশন এক্সট্রিম’ কেন ছাড়লেন এবিএম সুমন

ঢাকা অ্যাটাক‘ সিনেমায় ঢাকা মহানগর পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের কমান্ডার আশফাক হোসেন চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এবিএম সুমন। শুরুতে শোনা যায়, একই টিমের (পরিচালক ভিন্ন) পরের প্রজেক্ট ‘মিশন এক্সট্রিম’-এও থাকছেন এ নায়ক।

ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সম্প্রতি জানা গেল, ‘মিশন এক্সট্রিম’ করছেন না সুমন।

এ প্রসঙ্গে দেশ রূপান্তরকে তিনি বলেন, আমি আসলে কোনো কাজ শুরু করার আগে কাউকে জানাই না। এই সিনেমাটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। কিন্তু সম্প্রতি এই সিনেমা-সংক্রান্ত কিছু নিউজে আমার নাম দেখতে পেলাম। তাই এখন এ বিষয়টি নিয়ে কথা বলতে হচ্ছে। আসলেই আমি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম। কিন্তু যখন স্ক্রিপ্ট শুনি, তখন বুঝতে পারলাম ‘ঢাকা অ্যাটাক’-এর মতো চরিত্র এটি নয়। এতে আমার করার কিছুই নেই। মূলত চরিত্র পছন্দ না হওয়ায় ‘মিশন এক্সট্রিম’ ছেড়ে দিয়েছি।

নতুন কাজের প্রসঙ্গে বলেন, নতুন দুটি সিনেমায় অভিনয়ের চূড়ান্ত কথাবার্তা হয়েছে। দুটি দুই ঘরানার সিনেমা। একটি অ্যাকশনধর্মী আর অন্যটি থ্রিলারধর্মী। একটিতে চুক্তিবদ্ধও হয়েছি। শ্যুটিং শুরু হবে জুনের শুরুর দিকে। তবে সিনেমার নাম, পরিচালকের নাম, সহশিল্পী বা গল্প নিয়ে কিছুই বলার অনুমতি নেই। কাজ শুরু হলে সবাই জানতে পারবেন।

শোনা যাচ্ছে, দুই ছবির একটি পরিচালক ‘ঢাকা অ্যাটাক’-এর দীপঙ্কর দীপন। এতে আরও অভিনয় করবেন নুসরাত ফারিয়া।


মন্তব্য করুন