Select Page

‘মুসাফির’ নির্মাতার উপলব্ধি

‘মুসাফির’ নির্মাতার উপলব্ধি

musafir

শুক্রবার মুক্তি পেয়েছে আশিকুর রহমান পরিচালিত ‘মুসাফির’। টিম নিয়ে বিভিন্ন হলে ঘুরে বেড়াচ্ছেন এ নির্মাতা।

ফেসবুকে তিনি দীর্ঘ স্ট্যাটাস দেন শনিবার। তাতে উঠে আসে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কিস্তিমাত’ নির্মাণের নানা প্রতিকূলতা এবং নিজের প্রতি আত্মবিশ্বাস—

‘এই মুহূর্তে যে স্ট্যাটাসটি দিবো, তার জন্যও আমাকে ১ বছর ৬ মাস ২৩ দিন অপেক্ষা করতে হয়েছে। দিনটি শুরু হয়েছিল কিস্তিমাত মুভির রিলিজের দিন থেকে। ২০১৪ এর অন্যতম সফল ছবি, (অনলাইন অফলাইনে প্রচুর রেফারেন্স আছে, তাই এটা নিয়ে তর্ক করতে চাই না, খুঁজলেই পাবেন)।

মুল ঘটনা অন্য কিছু। ঘটনা হোল কিস্তিমাতের গল্প ও চিত্রনাট্য নিয়ে, যে চিত্রনাট্য আমি নিজে বিশ্বাস করতে পারিনি, প্রতিবাদ করেছি প্রতিমুহূর্তে, may b my protest was not enough that time। নির্মাণ প্রশংসনীয় হলেও গল্পের জন্য আমাকে এই দীর্ঘ সময় অনেক মন্দ কথা হজম করতে হয়েছে। চুপচাপ শুনেছি কিছু বলতে পারিনি। ঠিক একইভাবে শুটিংর সময়েও চুপচাপ অনেক বিজ্ঞ লোকের বড় বড় কোথা শুনতে হয়েছে। মাত্র ২৬ বছরের একটা ছেলেকে যখন চারপাশ থেকে ৪৫-৫০ বছরের ১০ জন ভদ্রলোক আঁকড়ে ধরে, তখন তার কী করার থাকতে পারে, বলবেন কী? ভদ্রতার খাতিরে কিছুই বলতাম না, বেশি ভদ্র ছিলাম তো!!!!!

আমি অনেক দিন শুটিং শুরু করেছি script ছাড়া। কারণ fdc-র অনেক শুটিং এ নাকি বিখ্যাত scriptwritter রা ফুল script ডিরেক্টরের হাতে দেন না (!!!!!!!!!!), দিনের পর দিন আমাকে বসে থাকতে হত পুরো একটা সিন হাতে পাওয়ার জন্য।

শুধুমাত্র প্রোডাকশন প্ল্যান দেখে শুটিং করতে হত, স্পিলবার্গকেও এভাবে দিলে, শুটিং করতে পারত কিনা সন্দেহ। আমার ম্যাক্সিমাম পয়েন্ট অফ ভিউ ছুড়ে ফেলা হয়েছে, কারণ বাংলা চলচিত্র নাকি আমাদের চিন্তা অনুযায়ী চলে না। script এর একটা লাইনেও আমি হাত দিতে পারতাম না। একদিন নিজের মত করে script-এ হাত দেয়ায় আমাকে শুনতে হয়েছে, “আশিকুর রহমান আপনি আমার script এ কাজ করার যোগ্য না।”

দিন শেষে আমার আসলে script বা গল্প নিয়ে কাজ করার জায়গা ছিল না, যতটুকু পেরেছি মেকিং নিয়ে কাজ করার, তাও লুকিয়ে লুকিয়ে।

আমার প্রযোজকগন অসাধারণ মানসিক সাপোর্ট দিয়েছেন সেই সময়টা। তারা নিরুপায় হয়ে বলতেন, “আশিক ভাই, এতো বড় একজন রাইটার, তার কথা মতই কাজ করেন।” কিন্তু আজ আমি দিন শেষে অত্যন্ত শ্রদ্ধা সহকারে বলতে চাই, আপনি সেইদিন ভুল ছিলেন। আপনার বানানো গল্পের জন্য আমাকে আজ গালি শুনতে হয়, আমার মেকিংয়ের কষ্ট, প্রশংসা সব ফিকে হয়ে যায়।

গতকাল আমার গল্প, চিত্রনাট্য ও কাহিনী অবলম্বনে মুসাফির রিলিজ পেয়েছে। আমার ধ্যান, জ্ঞান, অভিজ্ঞতা অনেক কম, কিন্তু তারপরও একজনও আমাকে বলেনি, মুসাফির কোন নকল গল্প, মুসাফিরে কোন twist নেই, মুসাফির বোরিং লাগে। আজ আমি ও আমাদের মুসাফির টিম বিভিন্ন হলে যে দৃশ্যও দেখছি, তা আমি কোন দিন ভুলব না। রাত ১১টাতেও হাউস ফুল। আমি সব ভিডিও করে এনেছি, সবাইকে দেখাব, যেন জোর করে আপনারা মুসাফিরকে ফ্লপ বানাতে না পারেন। আমাদের নতুন ভাবনা যে মানুষ গ্রহণ করবে না, এই কথা যেন আর বলতে না পারেন।

শেষে বলতে চাই আমাকে যতটা অযোগ্য ভেবেছিলেন আমি হয়তবা ততটা কুলাঙ্গার নই। ফিল্মে হয়ত বা এখনও সামান্যতম মেধার পরিচয় রাখতে পারিনি, কিন্তু ফিল্ম বাদে আমার বাকি ব্যাকগ্রাউন্ড দেখলে হয়ত বা অতটা অযোগ্য মনে হবে না। অনেকদিনের জমান কষ্টটা আজ ঝেড়ে ফেললাম, বড় হাল্কা লাগছে। আজ আমি আর ভয় পাই না, সেই সময়ের কষ্টগুলো আমাকে এখন অনেক শক্ত আর কঠিন করেছে। আজ আমি “না” বলতে পারি।’

 


মন্তব্য করুন