মেহেদী হাসান হৃদয়ের প্রশংসা করতে হয়
গত এক দশকে প্রথমবার বড়পর্দায় এসে সাফল্য পেয়ে খুব কম পরিচালকই ধারাবাহিকভাবে সিনেমা নির্মাণ করেছেন। এমন ব্যতিক্রমীদের মধ্যে আছেন রায়হান রাফী। এবার আরেকজনের নাম বলা যায়; মেহেদী হাসান হৃদয়। কাজ করছেনও বড় আয়োজনে। যদিও চূড়ান্তভাবে কিছু বলার সময় এখনো আসেনি।

২০২৫ সালের ঈদুল ফিতরে হিট সিনেমা ‘বরবাদ’ উপহার দিয়েছেন হৃদয়। নায়ক ছিলেন শাকিব খান, বিপরীতে হৃদিকা পাল। পাইরেসি ও সিনেমা হল থেকে যথাযথ লভ্যাংশ না পাওয়া সত্ত্বেও দমে যাননি এ নির্মাতা ও প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন। এরই মধ্যে দুটি সিনেমার কাজে হাত দিয়েছেন তারা।
এবারের ঈদুল ফিতর উপলক্ষে মেহেদী হাসান হৃদয় নির্মাণ করছেন ‘রাক্ষস’। এতে অভিনয় করছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতার ভাষ্যমতে, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার জগতের গল্প। এতে থাকবে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ, যা দেশীয় সিনেমায় খুব একটা দেখা যায় না।
এরই মধ্যে রাজধানী ঢাকায় সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশের শুটিং সম্পন্ন হয়েছে। এর পর গত ৪ জানুয়ারি পুরো ‘রাক্ষস’ টিম শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেয়। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে শুটিংয়ে অংশ নেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। টানা দুই সপ্তাহ সেখানে চলবে শুটিং। শুধু শ্রীলঙ্কাই নয়, এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি অংশের কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।
এদিকে ‘রাক্ষস’-এর আগে আরেকটি সিনেমার কাজ শুরু করেছিলেন মেহেদী হাসান হৃদয়। ‘বিদায়’ নামের একটি সিনেমাটির কিছু অংশের শুটিংও হয়েছে সুনামগঞ্জে। এতে আছেন বাপ্পারাজ ও প্রার্থনা ফারদীন দিঘী। প্রথমে শোনা গিয়েছে ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যেই সিনেমাটি নির্মাণ শুরু করেছিলেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। কিন্তু পরে ঈদের জন্য বেছে নেন ‘রাক্ষস’।
‘বিদায়’ প্রসঙ্গে পরিচালক জানান, এখন পর্যন্ত সিনেমার প্রায় ৩০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে। বাকি অংশের শুটিং হবে মালয়েশিয়ায়। মেহেদী হাসান বলেন, ‘নতুন সিনেমাটির শুটিং শেষ করেই আমরা ‘বিদায়’র বাকি কাজের জন্য বিদেশে যাব।’






