Select Page

মোবাইলে নির্মিত ‘সাইড বাই সাইড’ পুরস্কৃত

মোবাইলে নির্মিত ‘সাইড বাই সাইড’ পুরস্কৃত

তরুণ চলচ্চিত্র প্রতিভাদের নিয়ে ব্যতিক্রমী এক আয়োজন করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।   সংস্থার আয়োজিত ‘এন্ড জেন্ডার বেজড ভায়োলেন্স থ্রু ইউর লেন্স’ শীর্ষক মোবাইল ফিল্ম কনটেস্টে পুরস্কার জিতেছে কয়েকটি চলচ্চিত্র।

এ আয়োজনে মোবাইল দিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে টপ টেনে উঠে অন্যদের সঙ্গে পুরস্কার জিতে নিয়েছেন সাদেক সাব্বির। তার ছয় মিনিটের চলচ্চিত্র ‘সাইড বাই সাইড’-এ অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও নিশাত প্রিয়মের মতো পরিচিত মুখ। সঙ্গে আছেন শাহানা শিল্পী ওশিশু শিল্পী সাফরিন হক ইনায়া।

লৈঙ্গিক বৈষম্যের নিয়ে নির্মিত ‘সাইড বাই সাইড’–এর চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনা করেছে সাদেক সাব্বির।  প্রযোজক ছিলেন ইরফান হাইয়ুম।

দেশের তরুণদের দুই শতাধিক চলচ্চিত্রের মধ্যে ১০টি চলচ্চিত্রকে বিজয়ী নির্বাচিত করেছে ইউএনডিপি। এ চলচ্চিত্রগুলো সংস্থার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে প্রকাশ হবে বলে জানা গেছে।

২৫ নভেম্বর পালিত হয় নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলের জন্য আন্তর্জাতিক দিবস। প্রতি বছর এ দিবসে লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের সক্রিয়তা কর্মকাণ্ড পালন করেন ইউএনডিপি। ২০২৩ সালে এ বিশ্বব্যাপী প্রচারণার অংশ হিসাবে ইউএনডিপি বাংলাদেশের ১৮-৩৫ বছর বয়সী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের তাদের মোবাইল ফোনে নির্মিত শর্ট ফিল্ম নিয়ে আয়োজনটি করে আসছে।


মন্তব্য করুন