Select Page

মৌসুমী-ওমর সানী জুটি

মৌসুমী-ওমর সানী জুটি

নব্বই দশকের বাণিজ্যিক ছবিতে যে জুটিগুলো ইন্ডাস্ট্রিতে অবদান রেখেছে তাদের মধ্যে মৌসুমী-ওমর সানী জুটি অন্যতম।

মৌসুমী-ওমর সানী জুটি দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ।
১. ভালোবাসার বিয়ে থেকে সুখী দাম্পত্য জুটি।
২. চলচ্চিত্রে সফল জুটি।
আজকের সময়ে সমাজে যখন চারদিকে জুটি ভাঙার উৎসব চলছে, ভক্ত-দর্শকরা আহত হচ্ছে তাদের বিশ্বাস ভঙ্গ হবার পর তখন এ জুটি উদাহরণ হিসেবে আসে।

‘দোলা’ ছবি থেকে প্রথম জুটি বাঁধে মৌসুমী-ওমর সানী। একের পর এক ছবি নির্মিত হতে থাকে এ জুটির। নব্বই দশকের বাঘা সব বাণিজ্যিক ছবির পরিচালকের ছবিতে কাজ করেছিল তারা। আজিজুর রহমানের ‘লজ্জা, কথা দাও’, এ জে মিন্টু-র ‘প্রথম প্রেম’, মনোয়ার খোকনের ‘গরিবের রাণী, ঘাত-প্রতিঘাত’, দেলোয়ার জাহান ঝন্টু-র ‘হারানো প্রেম’, মনতাজুর রহমান আকবর-এর ‘শয়তান মানুষ’, রায়হান মুজিবের ‘আত্ম-অহংকার’, হাফিজ উদ্দিনের ‘প্রিয় তুমি’, ইস্পাহানি আরিফ জাহানের ‘লাট সাহেবের মেয়ে, তুমি সুন্দর, সুখের স্বর্গ’, উত্তম আকাশের ‘মুক্তির সংগ্রাম, রঙিন রংবাজ’, মতিন রহমান-এর ‘স্নেহের বাঁধন’, গাজী মাজহারুল আনোয়ারের ‘ক্ষুধা’, ছবিগুলো তাদের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি। বাণিজ্যিক ছবির মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ছবিতে তারা কাজ করেছিল। রোমান্টিকে যেমন ‘প্রিয় তুমি, তুমি সুন্দর’ ছিল, ফ্যামিলি ড্রামায় ছিল ‘স্নেহের বাঁধন, সুখের স্বর্গ, লাট সাহেবের মেয়ে’, রাজনৈতিক প্লটে ছিল ‘শান্তি চাই, মুক্তির সংগ্রাম’ ইত্যাদি। দর্শকের ভালোবাসা পেয়েছিল এ জুটি। তাদের হিট ছবি অনেক।

তখনকার সময়ে শাবানা-আলমগীর, জসিম-শাবানা এমন সিনিয়র জুটির সাথে মৌসুমী-ওমর সানী জুটি পর্দা ভাগ করেছিল। লক্ষণীয় বিষয় সিনিয়রদের পাশাপাশি এ জুুটি দর্শকের কাছে গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছিল। এর কৃতিত্ব পুরোপুরি তখনকার দক্ষ পরিচালকদের।

মৌসুমী-ওমর সানী জুটির ছবির গান বিপুল জনপ্রিয় ছিল। এখনো ইউটিউব ঘাঁটলে দেখা যায় তাদের গানের জনপ্রিয়তা। কিছু জনপ্রিয় গান-
তুমি এমন কোনো কথা বোলো না – প্রিয় তুমি
দুঃখ দেয়ার মানুষটাও হারিয়ে গেছে আমার – প্রিয় তুমি
ভালোবাসার শক্তি নো চিন্তা ডু ফূর্তি – প্রিয় তুমি
তুমি যে কখন এসে মন চুরি করেছ – লজ্জা
এসো এসো কাছে এসো – লজ্জা
আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা – আত্ম অহংকার
জাগো জাগো প্রিয়তমা
শীত শীত লাগে – আত্ম অহংকার
এলো বসন্ত আমার গানে – হারানো প্রেম
হারানো প্রেমের স্মৃতি – হারানো প্রেম
নাই নাই রে সারাদেশে নাই – ঘাত-প্রতিঘাত
সারেগামাপাধানিসা গাবো আমি গান – ঘাত-প্রতিঘাত
টিপ টিপ করে আমার অন্তরে বাহিরে – ঘাত-প্রতিঘাত
ও চাঁদ তুমি – গরিবের রাণী
তুমি ডাকলেও আসি – গরিবের রাণী
দুই দিনেরই দুনিয়া – গরিবের রাণী
চাঁদে আছে মধুর জোছনা – লাট সাহেবের মেয়ে
যেও না যেও না সাথী – লাট সাহেবের মেয়ে
প্রেমেরও গীত হয়ে এলোরে – তুমি সুন্দর
চাঁদিনী এই রাতে – তুমি সুন্দর
স্বপ্নের পৃথিবী থেকে এসো তুমি – দোলা
তুমি একবার এসে দেখে যাও – দোলা
*মনে প্রেমের বাত্তি জ্বলে – প্রথম প্রেম
তুমি আমার প্রথম প্রেম – প্রথম প্রেম
প্রেমনগরের জংশনে – প্রথম প্রেম
তোমাকে পেয়েছি আর কিছু চাই না আমি – বাপের টাকা

ভালো থাকুক এ জুটি।


About The Author

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

Leave a reply