Select Page

‘যাও পাখি’-খ্যাত কৃষ্ণকলি কী শোনাবেন স্বপ্নজালে (ভিডিও)

‘যাও পাখি’-খ্যাত কৃষ্ণকলি কী শোনাবেন স্বপ্নজালে (ভিডিও)

‘যাও পাখি বলো তারে, সে যেন ভুলে না মোরে’— কৃষ্ণকলি ইসলামের গানটি এখনো শ্রোতাদের মুখে মুখে ফেরে। এ গানের জন্য শ্রেষ্ট গায়িকা বিভাগে চন্দনা মজুমদারের সাথে যৌথভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন তিনি।

এর সবই ‘মনপুরা’ সিনেমার দর্শকেরা জানেন। গিয়াসউদ্দিন সেলিমের প্রথম সিনেমাটিতে ব্যবহার হয়েছিল গানটি।

শুক্রবার মুক্তি পাচ্ছে সেলিমের দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। মাস কয়েক আগে ট্রেলারে চমকে দিলেও কোনো গান মুক্তি পায়নি।

এবার জানা গেল, নতুন সিনেমাটিতেও ব্যবহৃত হয়েছে কৃষ্ণকলির গান। তেমনটি দেখা গেল সম্প্রতি প্রকাশিত দ্বিতীয় ট্রেলারে। গানটির একটি লাইন, ‘বন্ধু আমার তোমা বিহনে মন যে কেমন করে।’

আরো জানা যায়, সিনেমাটির কোনো গানই ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের নয়। কাহিনির সঙ্গে যতটা সঙ্গতিপূর্ণ, ঠিক তা-ই রাখা হয়েছে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশন্স ও বেঙ্গল বারতা। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরী মনি ও ইয়াস রোহান।

‘স্বপ্নজাল’-এ আরো আছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ হয়েছে সিনেমাটির প্রথম গান ‘এমন করে বলছি’। গানটি বেশ প্রশংসিত হয়েছে।


মন্তব্য করুন