Select Page

যৌথ প্রযোজনার শুটিং চলছে ভারতে, পরিচালক ঢাকায়!

যৌথ প্রযোজনার শুটিং চলছে ভারতে, পরিচালক ঢাকায়!

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ম অনুসারে কতটা ‘যৌথ’ হয় তা নিয়ে রয়েছে নানা অভিযোগ। অনেক সময় বলা হয় নামকাওয়াস্তে পরিচালক নেওয়া হয় বাংলাদেশ থেকে। শুধুমাত্র কাগজে-কলমে দেখানোর জন্য। তেমনটাই কি হলো ‘চালবাজ’-এর ক্ষেত্রে!

সিনেমাটির ভারতীয় পরিচালক জয়দীপ মুখার্জি ও বাংলাদেশি পরিচালক অনন্য মামুন। দুই পরিচালকের উপস্থিতিতেই লন্ডনে মাস কয়েক আগে সিনেমাটির শুটিং শুরু হয়। যার প্রধান দুই তারকা শাকিব খান ও শুভশ্রী গাঙ্গুলি। ওই শুটিংয়ের মাঝে অবশ্য একটা মেগা কনসার্টে অংশ নিতে দুবাই যান শাকিব, যার ব্যবস্থাপনায় ছিলেন অনন্য।

এদিকে মজার কাণ্ড ঘটেছে অক্টোবরে। শাকিব টানা শুটিং করছেন ভারতের হায়দরাবাদে। অন্যদিকে বাংলাদেশে বসে ফেসবুকে অন্য সিনেমা ‘বন্ধন’-এর প্রচারণায় ব্যস্ত অনন্য মামুন। অর্থাৎ, হায়দরাবাদের শুটিংয়ে নেই দুই পরিচালকের একজন! প্রশ্ন উঠেছে এভাবেই কি হয় যৌথ প্রযোজনার সিনেমা

বাংলাদেশে যৌথ প্রযোজনার নতুন পর্যায় শুরু হয় অনন্য মামুনের হাত ধরে। তিনি পরিচালক ছিলেন ‘আমি শুধু চেয়েছি তোমায়’ সিনেমার। কিন্তু অভিযোগ রয়েছে— এটি ছিল পুরোপুরি ভারতীয় সিনেমা। যৌথ সিনেমার নামে শুধু বাংলাদেশ থেকে তুলে নেওয়া হয়েছে নির্মাণ ব্যয় ও লাভ। এবারও কি তা-ই ঘটছে। ভবিষ্যতই বলবে তা কতটা সত্য বা মিথ্যা!


মন্তব্য করুন