Select Page

‘রক্ত’র জন্য পরী মনির দুঃসাহস

‘রক্ত’র জন্য পরী মনির দুঃসাহস

rokto-pori-moni

রক্ত’ সিনেমার জন্য দারুণ খাটছেন পরী মনি। তার ক্যারিয়ারের অন্যতম সিনেমাটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ারও উচ্ছ্বাসের কমতি নেই।

সম্প্রতি ফেসবুকে এক স্পন্সর পোস্টে পরীর সাহসের বর্ণনা দিল জাজ।

সেখানে লেখা হয়, ‌‘রক্ত’ সিনেমাতে একটা দৃশ্য আছে— হাওড়া ব্রিজ দিয়ে সার্কের ৭ রাষ্ট্রপ্রধান যাবে, আর আশিষ বিদ্যার্থী স্পিডবোটে বোমা নিয়ে ব্রিজটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তা দেখে পরী উপর থেকে জাম্প দিয়ে পানিতে পরে, কিন্তু স্পিডবোট ধরতে পারে না, ধরেন বোটের রশি। প্রচণ্ড গতিতে ছোটা স্পিডবোটের কারণে পানিতে পরীর শরীর স্কি করছে, সারা শরীরে পানি বাড়ি মারছে প্রচণ্ড গতিতে, কিন্তু পরী একবারের জন্য রশি হাত থেকে ছাড়েননি। আর লাফ দেওয়া থেকে শুরু করে স্কি করা— ডামি ছাড়াই সম্পূর্ণ দৃশ্যটি করেছেন পরী।

দৃশ্যটা পরীকে চারবার করতে হয়েছে। হেলিকাপ্টার থেকে, স্টেডি ক্যামে, মাস্টার শট ও ক্লোজ শটে। সারাদিন পানিতে থাকার ঝক্কিতে রাতে সারা শরীরে ব্যথা-সহ জ্বর আসে পরীর। কিন্তু পরদিন ভোর ৬টায় সেটে হাজির হন, জ্বর নিয়েই সারাদিন মারামারির দৃশ্যে অভিনয় করেন।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘রক্ত’ ঈদুল আজহায় মুক্তি পাবে। জাজ আশা করছে বাংলাদেশের ১০০-১১০টি ও কলকাতার ১৩০ হলে মুক্তি পাবে সিনেমাটি।


মন্তব্য করুন