রায়হান রাফী যা বলেননি, সেই কথাকে ‘মিথ্যা’ বললেন দেব!
বাংলাদেশে এবং বিভিন্ন দেশের বাংলাদেশীরা ‘তুফান’কে ভালোভাবে গ্রহণ করলেও কলকাতায় সিনেমাটি ভালো যাচ্ছে না। একইসঙ্গে স্বভাবসুলভ বাংলাদেশবিরোধী অবস্থান নিয়েছেন সেখানকার রিভিউকাররা। স্থানীয় সিনেমা নয়, তারা সর্বভারতীয় সিনেমা দিয়ে রায়হান রাফীর নির্মাণটিকে খাটো করার চেষ্টা করছেন। অবশ্য পিছিয়ে নেই শাকিব খান ও রাফীর ভক্তরা। এপার থেকে তারাও যাচ্ছে-তাই বলছেন।
এরই মাঝে বিতর্ক উস্কে দিলেন কলকাতার সুপারস্টার দেব। তিনি এমন একটি কথাকে ‘মিথ্যা’ বললেন যা আদতে রাফী প্রকাশ্যে কোথাও বলেননি।
সম্প্রতি শোনা গিয়েছে, এবার নাকি রাফী টলিউডের দুই সুপারস্টার দেব ও জিতের সঙ্গে সিনেমা করতে চলেছেন। আদৌ কি তাই? সে প্রসঙ্গে মুখ খুললেন দেব। রায়হান রাফীর নামে প্রচারিত একটি লেখা ইনস্টা স্টোরিতে শেয়ার করে দেবে লেখেন, ‘এই কথা মোটেই সত্যি নয়। তবে তার জন্য অসংখ্য শুভেচ্ছা রইল।‘
এদিকে এ মন্তব্য নিয়ে তর্ক-বিতর্কের মাঝে ফেসবুক লাইভে আসেন রায়হান রাফী। তিনি এক প্রশ্নের উত্তরে জানান, কোথাও বলেননি যে তার সঙ্গে দেবের সঙ্গে সিনেমা নিয়ে আলোচনা হয়েছে।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এক পেজে বলা হচ্ছে, জিৎ ও দেবের সঙ্গে সিনেমার গুজব ছড়িয়েছেন সাংবাদিক-ইউটিউবার তানভীর তারেক। কিন্তু রাফীর একটি সাক্ষাৎকারের ভিডিওতে দেব ও জিতের ছবিসহ থাম্বনেইল ব্যবহার করেছেন। কিন্তু ভিডিওর কোথাও দুই তারকার নাম নেই। সেখানে রাফী জানান, কলকাতার দুজন তারকা তার সঙ্গে কাজের আগ্রহ দেখিয়েছে।
অবশ্য এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে রাফী বলেছিলেন, ‘জিৎদা সুপারস্টার। তার সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু ইন্ডাস্ট্রির আরো অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারো নাম উল্লেখ করার সময় আসেনি।’