Select Page

লাখ টাকা চাওয়ায় নতুন ছবি পেল না রুটস সিনেক্লাব

লাখ টাকা চাওয়ায় নতুন ছবি পেল না রুটস সিনেক্লাব

দেশে যখন নিয়মিত সিঙ্গেলস্ক্রিন ৬০-৭০টিতে এসে ঠেকেছে তখন আলোচনায় আছে কম আসনের মাল্টিপ্লেক্স ও মিনিপ্লেক্স। সেই দৌড়ে অনেকেই এখন সিরাজগঞ্জের একমাত্র হল ও মিনিপ্লেক্স রুটস সিনেক্লাবের মডেল নিয়ে কথা বলছেন।

সেই হল কর্তৃপক্ষ জানালো অবাক করা তথ্য। আসনসংখ্যা শুনে তিন সপ্তাহের অগ্রিম টাকা চেয়েছে নতুন একটি ছবির প্রযোজক। সিনে ব্যবসার এই নাজুক সময়ে ঝুঁকিটি নিতে রাজি না হওয়া ছবিটি পেল না রুটস। তাই শুক্রবার থেকে সেখানে আবারও প্রদর্শিত হবে ঈদে মুক্তি পাওয়া ‘শান’।

এই বিষয়ে মিনিপ্লেক্সটির ফেসবুক পেজে লেখা হয়, নতুন একটি চলচ্চিত্র ২০ তারিখে মুক্তি পাবে; ফোন করলাম প্রতিষ্ঠানে; বললাম, আমাদের মাত্র ২২ আসনের সিনেমা হল, যদি আপনাদের সিনেমাটি চালাতে দেন; তবে ২০০ টাকার প্রতি টিকেট থেকে ১০০ টাকা আমরা দেবো। সকল প্রচার খরচ, ভ্যাট, ট্যাক্স ও পরিচালনা খরচ আমাদের। যদি ১টি টিকেটও বিক্রি হয় ১০০ টাকা আপনি নিশ্চিত পাবেন, এবং শতভাগ সঠিক হিসাব পাবেন!

সিনেমা আমাদের পেশা নয়, নেশা! ব্যবসা করার চিন্তা থাকলে তেলের ব্যবসা না করে সিনেমা হল করতাম না!

তাঁরা হিসাব করলেন ৩ সপ্তাহের: বললেন, ১ লাখ টাকা নগদ দিতে হবে; না হলে তাঁরা সিনেমা দেবেন না!

ভেবে দেখুন, কেনো ভালো সিনেমা দর্শকের কাছে পৌঁছায় না; কেনো সৎভাবে সিনেমা হল চালানো সম্ভব নয়।

উল্লেখ্য ওই পোস্টে সিনেমাটির নাম উল্লেখ করেনি রুটস। তবে ২০ মে মুক্তি পাচ্ছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পূণ্য’।


মন্তব্য করুন