Select Page

শনিবার বিকেল: এক শটের ছবিতে সংযোজন-বিয়োজন?

শনিবার বিকেল: এক শটের ছবিতে সংযোজন-বিয়োজন?

শুধু কাহিনি নয়, কারিগরি দিক থেকেও মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটির আলাদা বৈশিষ্ট্য আছে; সিনেমাটি এক শটে নির্মিত। যা নিয়ে উৎসবগুলোর রিভিউতে প্রশংসা দেখা গেছে। এখন সেন্সরের নির্দেশ মেনে যদি নতুন দৃশ্য যোগ করার শর্ত থাকে তবে এই বিশিষ্টতা ক্ষুণ্ন হবে! খবর সারাবাংলা ডটনেট

পড়ুন রিভিউ: সিঙ্গেল-টেক থ্রিলারে সন্ত্রাসী হামলার বেদনাদায়ক ও আপোষহীন ব্যবচ্ছেদ

সাড়ে তিন বছর ধরে সেন্সর বোর্ডে আটকা ছবিটির মুক্তি নিয়ে সোচ্চার হয়েছে চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের মানুষরা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানালেন, ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে সরকার ইতিবাচক। তবে তার জন্য কিছু সংশোধন করতে হবে ছবিটির।

সোমবার (২৯ আগস্ট) বিকেলে তথ্যমন্ত্রী মিন্টো রোডের বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘শনিবার বিকেল’ ও ‘হাওয়া’ নিয়ে কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘শনিবার বিকেল’ ছবিটি হলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত। সেখানে দুজন পুলিশ সদস্যসহ বেশকিছু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ অত্যন্ত সাহসিকতার সঙ্গে জঙ্গিদের দমন করেছে। এ বিষয়গুলো ছবিতে আসেনি। আমি সেন্সর বোর্ডের সঙ্গে কথা বলেছি। বোর্ড থেকে তাদেরকে (পরিচালক) বলার পর সংযোজন করে জমা দিয়েছিলো। কিন্তু সেগুলো যথেষ্ট নয়। এরপর তারা আপিল করে।

মন্ত্রী জানান, আপিল বোর্ড খুব শিগগিরই জানিয়ে দিবে কী কী সংযোজন করতে হবে ছবিটিতে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংযোজনের কাজটি হয়ে গেলেই ‘শনিবার বিকেল’ মুক্তিতে কোনো বাধা থাকবে না।

ছবিটি এক শটে নির্মিত। এ ধরনের ছবিতে কীভাবে সংযোজন বিয়োজন করা যাবে। এ নিয়ে কথা বলেছেন মোরশেদুল ইসলাম। তিনি ছবিটি দেখেছেন। তিনি বলেন, ‘এটা তো এক শটের সিনেমা। এখানে কিছু সংযোজন করা সম্ভব না। সিনেমার শেষে কিছু একটা যোগ করে দিতে হবে। সেটাই হয়তো আপিল বোর্ডের নির্দেশে থাকবে।’

‘হাওয়া’র বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘হাওয়া’ নিয়ে মামলা হয়ে শুনে তিনি আশ্চর্যিত হয়েছিলেন। মামলা করা কর্মকর্তাকে শোকজ করেছে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

সোমবারের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, মেজবাউর রহমান সুমন, গাউসুল আলম শাওন, অমিতাভ রেজা চৌধুরী প্রমুখ।


মন্তব্য করুন