Select Page

শাকিবের আলোচনায় ‘সালমান শাহর আত্মহত্যা’, মন্তব্য শুধরে নিলেন প্রিন্স মাহমুদ

শাকিবের আলোচনায় ‘সালমান শাহর আত্মহত্যা’, মন্তব্য শুধরে নিলেন প্রিন্স মাহমুদ

দুই যুগের ক্যারিয়ারে একের পর এক বিতর্কে জড়ানো শাকিব খানের সঙ্গে সাড়ে তিন বছর ইন্ডাস্ট্রিতে থাকা সালমান শাহর তুলনায় বেশ শোনা যায়। সেই একই কথা বলতে গিয়ে তোপের মুখে ‘ভিন্ন কারণে’ বোল পাল্টালেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় ধর্ষণকাণ্ড নিয়ে মামলা-পাল্টা মামলার মাঝে ‘স্ত্রী শবনম বুবলি’কে নিয়ে কয়েক দফা সংবাদমাধ্যমে আলোচিত হয়েছেন শাকিব খান। এই সব কর্মকাণ্ডের দায় অনেকে কিং খানের ওপর থেকে সরিয়ে ‘অন্য কারো’ ওপর চাপাতে চাইলেন। সেখানে উল্লেক করা হচ্ছে ‘ষড়যন্ত্রের’ শিকার সালমান শাহকে।

এই নিয়ে গত ২০ মে নিজের টাইমলাইনে প্রিন্স মাহমুদ লেখেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহ্‌’র মত, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ্‌ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালামন শাহ্‌’র বিরুদ্ধে চলে গিয়েছিল।’

সালমান  ও শাকিবকে মেলানো নিয়ে ভক্তদের আগে থেকেই ক্ষোভ রয়েছে। সেখানে প্রিন্স মাহমুদ ‘আত্মহত্যা’ লিখে তা আরো উস্কে। পরে তিনি সেই মন্তব্য সম্পাদনা করে লেখেন, ‘শাকিব খানের পরিণতি প্রিয় সালমান শাহ্‌র মত না হয়। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ্‌ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে, প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহ্‌র বিরুদ্ধে চলে গিয়েছিল।’

এখানে ‘পরিণতি’ বলে কী বোঝালেন তা অবশ্য স্পষ্ট নয়। ‘আত্মহত্যা’ না হলে কী, তাও ইন্ডাস্ট্রির মানুষদের বিরুদ্ধে অভিযোগ?

আজ সোমবার (২২ মে) আরেক পোস্টে এই সংগীতব্যক্তিত্ব লেখেন, ‘সালমান শাহ্‌ র বিষয়টি সম্ভবত এখনো মীমাংসিত নয়। গত পোস্টে একটা লাইন আমি ভুল লিখেছি, আত্মহত্যা শব্দটাই লেখা ঠিক হয়নি। কেউ এ বিষয়ে একটা প্রশ্ন করেনি। আমার নিজের মনে হয়েছে বলে এখন জানালাম। নিজের ভুল হয়েছে মনে হলে স্বীকার করতে বিন্দুমাত্র লজ্জা বোধ করিনা। দুঃখিত।’

এর আগে গত ২০ মে দেখা পোস্টের মন্তব্যে প্রিন্স মাহমুদ লেখেন, “খুব টেকনিক্যালি তাকে ব্লাকমেইল করা হচ্ছে ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। যাই হোক সাংবাদিকসহ সব বন্ধুদের বলি, মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তাঁর বিরুদ্ধাচরণ করবেন না। এরকম নায়ক যুগে একটা আসে। ‘শিকারি’ সিনেমা আজ দেখলাম। যা বুঝলাম তার ক্ষমতার সিকিভাগও এদেশ দেখাতে পারেনি।”


Leave a reply