Select Page

শাবানার সেলাই মেশিনের ভেতরে থাকা রহস্য

শাবানার সেলাই মেশিনের ভেতরে থাকা রহস্য

শাবানার সেলাই মেশিনে যা আছে …

চিত্রনায়িকা শাবানা অনেক আবেগী ফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত ফিল্মের এক কমন থিম ছিল তার সেলাই মেশিন। যে সেলাই মেশিন চালিয়ে তিনি সংসার চালাতেন, বা কখনো ধনী হইয়া যাইতেন।

বর্তমান সময়ের ফেসবুকে বাংলাদেশীরা এটা নিয়ে হাসাহাসি করেন। কারণ ব্যাপারটা তাদের কাছে হাস্যকর, আবেগী। সেলাই মেশিন চালাইয়া যে কিছু হয় না, তারা জানেন।

তারা কেউই সেলাই মেশিন চালাইতে যাবেন না এখন সংসার চালাইতে বা ধনী হইতে।

এখানে হাসির বিষয়-

১। শাবানার আবেগী অভিনয়।
২। আবেগী গল্প, কথোপকথন।
৩। অবাস্তব এক বিষয়, সেলাই মেশিন চালাইয়া কেউ কি বড়লোক হয়।

কিন্তু, আসলে সেলাই মেশিন চালাইয়া বড়লোক হওয়া যায়। এইসব আবেগী গল্প দিয়াও যায়। কে হইছেন এইরকম?

মুরাদুল ইসলামের লেখা নিয়মিত পেতে ক্লিক করুন

শাবানা নিজেই হইছেন। তার পরিচালক, প্রযোজকেরা হইছে।

কতো কোটি কোটি টাকা বানাইয়া গেছেন শাবানা, এই সেলাই মেশিন চালাইয়াই।

তিনিই একসময় ছিলেন একক ভাবে “ইন্ডাস্ট্রি”।

শাবানার এই সেলাই মেশিনের ম্যাজিকটা হইল, সে নিজেরে অকার্যকর হিশাবে দেখায়, ফালতু ও হাস্যকর।

কিন্তু, বাস্তবে সে মহাকার্যকর ভাবে তার কার্য সমাধা করে যায়। অর্থাৎ, এই ক্ষেত্রে ধন সম্পদ বানাইয়া গেলো।

এখানে বোকা বা হাস্যকর কি শাবানা, গল্পকার বা পরিচালক বা তার সেলাই মেশিন?

না।

এখানে বোকা হইল, আপনে, যিনি গল্পটা খাইতেছেন, ও হাস্যকর মনে করে হাসতেছেন।

আপনারে এই ফিল দেয়াটাই হইল মূল ট্রিক, আসল কন।

মিডিয়া যখন আপনারে ফিল দিবে আপনি বুদ্ধিমান, এবং সে বোকা, তখন সাবধান থাকেন।

আচ্ছা, এইখানে শাবানার সেলাই মেশিনের ফিল্ম তো অনেক আগের, তারা আপনারে বোকা বানাইতে এটা করতেছেন এখন, আমার পয়েন্ট এটা না, বুঝদার পাঠক খেয়াল করবেন।

আমার পয়েন্ট, কনফিডেন্স গেইমের লজিক, দুনিয়ার তাবৎ কন আর্টিস্টেরা যেই লজিকে কাজ করে, তারা আপনারে ফিল দিবে আপনি বুদ্ধিমান।

কনফিডেন্স গেইম, এটা না যে আপনার কনফিডেন্স সে নিয়া নেয়। বরং উলটা, সে আপনারে তার কনফিডেন্স দিয়া দেয়। আর সেই কনফিডেন্সে অন্ধ হইয়া আপনি তারে সব দিয়া দেন।

আরও পড়ুন: শাবানার আত্মকথন ‘আমার কিছু কথা’

সকল কনের কনটেক্সট এক থাকে না। কোন দাতব্য সংস্থার পেইজ ন্যাকা ন্যাকা পোস্ট দিচ্ছে আবেগের, আপনি হয়ত ভাবতেছেন এদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিম কতো বোকা রে! কীসব শাবানার ফিল্মের মত লেখা দেয়।

আপনি ভাবতেছেন, এইসব আবেগী পোস্ট দিয়া হয়ত অনেক বোকা লোকরে বিশ্বাস করায়, ও তাদের দান নেয়।

কিন্তু আসল ট্রিক, এইসব পোস্ট দিয়া আপনারেই বোকা বানায়, আপনারে বিশ্বাস করায় আপনি বুদ্ধিমান ও তারা বোকা। ফলে, আপনি তাদের ইগনোর করে যান। বা, বেশ হইলে হাসেন।

তাদের বড় ক্ষমতা ও সম্পদ দেখতে পারেন না।

এই সূত্রেই শাবানার সেলাই মেশিনরে আনা। ওই সেলাই মেশিনের ক্ষেত্রে যেমন হয়, সেলাই মেশিন যে শত কোটি টাকা বানাইছে তা আপনার মাথায় আসে না।

আপনি যে জানেন না এটা না। কে না জানে শাবানা ও তার ফিল্ম কেমন ব্যবসা করতো। কিন্তু কনফিডেন্স গেইমের ট্রিকে, নিজেরে অতি আত্মবিশ্বাসী ভাইবা জানা কথাও আপনি ভুলে যান।

ব্যাংক চোর নামে এক ফিল্ম আছে বলিউডের। সেইখানে পুলিশ অফিসারসহ সবাইরে বোকা বানাইয়া চুরি করে ফিল্মের চরিত্র চম্পক ও তার বন্ধুরা। তাদের ট্রিক ছিল নিজেদের বোকা ও মাসুম দেখাইয়া চালাকিটা করা। তাতে তারা সফলও হয়। দর্শকেরা সহ সবাই শেষে অবাক হইয়া যান তারাই মূল চোর জেনে।

কিন্তু, আসল ট্রিক এটা না।

এর চাইতে বড় ট্রিক উপরের ছবিতে। যেখানে দেখা যাচ্ছে চম্পকেরা ব্যাংক ডাকাতির টাকা ছিটাইয়া দিচ্ছে মানুষদের।

এর মাধ্যমে দর্শক, আপনারে আসল বোকা বানাইল চম্পকেরা। আপনার তাদেরকে আর খারাপ মনে হবে না, মনে হবে রবিনহুড। ব্যাংক ডাকাতি করে আসলে টাকা বিলাইয়া দিচ্ছে, নিজের জন্য নিচ্ছে না।

যেই চম্পক, এতো চালাকি করে গেল নিজেদের বোকা দেখাইয়া, সে যে এই দৃশ্যে চালাকি করতেছে না তা আপনার মনেই হবে না। কারণ সে আপনারে কনফিডেন্স দিয়া দিছে। আপনার বিশ্বাস জন্মাইছে তারা আসলে ভালো, এবং আপনারই দলে। ফিল্মের পুলিশ অফিসার ও অন্যরা যেমন ধরতে পারে নাই চোর কে, তেমনি আপনার সাথে যে চালাকি হইতেছে, তা আপনি টের পান না।

এটাই শাবানার সেলাই মেশিনের ভেতরে থাকা রহস্য।


About The Author

মুরাদুল ইসলাম

লেখক ও বিশ্লেষক

Leave a reply