সত্য ঘটনা অবলম্বনে শুরু ‘শান’, বিশ বছর একসঙ্গে চম্পা-অরুণা
সিয়াম, পূজা ও তাসকিনকে নিয়ে শুরু হলো নতুন ছবি ‘শান’। রোববার রাজধানীর উত্তরার একটি শুটিং বাড়িতে শুরু হয়েছে শুটিং।
ছবির পরিচালক এম এ রাহিম সংবাদমাধ্যমকে জানান, প্রথমদিনের শুটিংয়ে অংশ নিয়েছিলেন সিয়াম, পূজা, তাসকিন তিনজনই। সিয়াম ও পূজার মায়ের ভূমিকায় আছেন যথাক্রমে চম্পা ও অরুণা বিশ্বাস। তারাও এদিন অংশ নেন।
এম রাহিম বলেন, ‘৩ জুন পর্যন্ত ঢাকায় শুটিং করবো। ঈদের পরেই শুটিংয়ে যাবো ঢাকার বাইরে।’
ছবিটিতে সিয়ামকে একটি বাহিনীর কর্মকর্তা হিসেবে দেখা যাবে। এ জন্য পুলিশের একাধিক ট্রেনিং করতে হয়েছে তাকে। রেখেছেন গোঁফও।
একজন পুলিশ অফিসারের জীবনের সত্য ঘটনাকে অবলম্বন করে ছবির চিত্রনাট্য করেছেন থ্রিলার লেখক নাজিম উদ দৌলা। তিনি জানালেন, চরিত্রগুলোর ধরণ ও সংলাপের কারণেই ছবির নাম দেওয়া হয়েছে ‘শান’।
নাজিম উদ দৌলা বলেন, ‘নায়কের নাম এবং অ্যাটিটিউটের কারণে ছবির নাম শান। অর্থাৎ নায়ক যেদিকে যায় একদম কেটে বের হয়ে যায়।’
গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘ছবিটিকে অ্যাকশন বেইজ থ্রিলার বলা যায়। ছবিতে আছে ড্রামা এবং মনস্তাত্বিক ব্যাপার। রোমান্টিকতাও আছে, কিন্তু মূল বিষয়ের তুলনায় এর গুরুত্ব গল্পে কম।’
এই ছবির মাধ্যমে একসঙ্গে এক ছবিতে ২০ বছর পর অভিনয় করলেন চম্পা এবং অরুণা বিশ্বাস। শিবলী সাদিক পরিচালিত ‘ত্যাগ’ ছবিতে শেষ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ছবিতে ইলিয়াস কাঞ্চন অভিনয় করেছিলেন জমজ চরিত্রে।
এম এ রাহিমের এটিই প্রথম চলচ্চিত্র। এর আগে তিনি ‘পোড়ামন ২’, ‘দহন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। কলকাতার একটি চলচ্চিত্রেও কাজ করার অভিজ্ঞতা আছে এ নবীনের।
‘শান’ ছবির গল্প লিখেছেন আজাদ খান। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া। মুক্তির সময় পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।
সূত্র: বাংলা ট্রিবিউন ও সারাবাংলা