‘সবকিছু পেছন ফেলে’
একদল ভ্রমণবিলাসী, বন্ধুত্বসুলভ, বুদ্ধিমত্তাসম্পন্ন, উদ্যমী, পরিশ্রমী, সাহসী ও যেকোনো পরিস্থিতির মোকাবেলা করার ক্ষমতাসম্পন্ন তরুণ-তরুণী নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন তৈরি করছেন চলচ্চিত্র ‘সবকিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’।
ছবিটির অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশের স্টার ক্রিকেটার সাকিব আল হাসান। অতিথি শিল্পীর চরিত্রে এতে অভিনয় করবেন তিনি।
২৮ জুন, বিকেলে গুলশানের ওয়েস্টিন হোটেলে ছবিটির টাইটেল স্পন্সর ফুজিফিল্ম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
ছবিতে অভিনীত পাঁচটি প্রধান চরিত্রে নতুন মুখ কাজ করছে। এ ছবির মাধ্যমে বাংলাদেশের সৌন্দর্যকে দেশ ও দেশের বাইরে তুলে ধরা হবে।
এআইএমসি প্রযোজিত প্রথম ছবি ‘সব কিছু পেছন ফেলে; ডেসটিনেশন আননোন’ নিয়ে নির্মাতা রাজিবুল হোসেন বেশ আশাবাদী।
রাজিবুল একজন ফটোগ্রাফার ও প্রশিক্ষক। তিনি তিনটি ফিকশন ফিল্ম, দুটি ডকুমেন্টারি, আটটি শর্টফিল্মসহ ম্যাগাজিন অনুষ্ঠান ও বিজ্ঞাপনের নির্মাতা। তার নির্মিত বালুঘড়ি, ঊনাদিত্ত এবং মৃত্যু পাড়ে বাড়ি চলচ্চিত্রগুলো বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেছে।
সুত্র: বাংলা নিউজ ২৪.কম