Select Page

সমালোচনায় ‘রাজনীতি’র প্রথম পোস্টার

সমালোচনায় ‘রাজনীতি’র প্রথম পোস্টার

জাতীয় চলচ্চিত্র দিবসে এফডিসিতে নায়করাজ রাজ্জাকের শুভ কামনা নিয়ে উম্মোচন করা হয় বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’র পোস্টার। এতে শাকিবের অদ্ভুত সাজ নিয়ে কথা উঠেছে।

পোস্টারে এ সুপারস্টারকে সাদা পাঞ্জাবি, মোটা লাল-সোনালী পাড়ের লুঙ্গি ও চাদরে দেখা যায়। মুখে রয়েছে বাহারি গোঁফ।

অনেকেই বলছেন, দেখতে সুন্দর হলেও এ ধরনের সাজ-পোশাক বাংলাদেশের সঙ্গে মানানসই নয়। রাজনীতিতে তো নয়-ই! এর চেয়ে বেশি মানায় দক্ষিণ ভারতীয় পোশাকের সঙ্গে। যদিও নির্মাতার দাবি পুরনো ঢাকার আবহ রেখেছেন শাকিবের পোশাকে।

এছাড়া শাকিবের গোঁফের মাঝে সালমান খানের ‘দাবাং’ লুক খুঁজে পাওয়া লোকও কম নয়।

বুলবুল জানান, সিনেমাটিতে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক দিকগুলো তুলে ধরা হয়েছে। তবে মুক্তির দিনক্ষণ জানাননি।

‘রাজনীতি’তে আরো অভিনয় করেছেন অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন।


মন্তব্য করুন