Select Page

সাড়া জাগানো নায়িকা সুনেত্রা আর নেই

সাড়া জাগানো নায়িকা সুনেত্রা আর নেই

পালকি, ভাইবন্ধু, বোনের মতো বোন ও শিমুল পারুলসহ অনেক জনপ্রিয় সিনেমার কারণে এক সময় ঢাকাই সিনেমার পরিচিত মুখ ছিলেন সুনেত্রা। কলকাতা থেকে ঢাকায় থিতু হওয়া সেই নায়িকা দেশে ফিরেও গেছেন কয়েক দশক আগে। কিন্তু এখনো মনে রেখেছেন বাংলাদেশের দর্শক তাকে।

সম্প্রতি শোনা গেল তার মৃত্যুর খবর। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে জায়েদ খান ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এক সময়ের জনপ্রিয় নায়িকা, শৈশবের আমার পছন্দের একজন নায়িকা, চোখের প্রেমে পড়তো যে কেউ, তিনি সুনেত্রা। অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতায়। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালীন বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম। আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই, মৃত্যুবরণ করেছেন। নীরবে নিভৃত্বে চলে গেলেন। এভাবেই হারিয়ে যায় মানুষ, চলে যায়। আপনি ভালো থাকবেন ওপারে। অনেক চলচ্চিত্র দেখবো আর আপনাকে মিস করবো।’

জানা গেছে, অনেক দিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন সুনেত্রা। গত ২০ এপ্রিল একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

ভারতের কলকাতায় ১৯৭০ সালের ৭ জুলাইয়ে জন্ম। মূল নাম রীনা সুনেত্রা কুমার। মঞ্চ থেকে তার অভিনয়ের যাত্রা শুরু হয়।

বাংলাদেশি পরিচালক মমতাজ আলী তাকে ঢালিউডে আনেন। প্রথম সিনেমা ছিল নায়ক উজ্জ্বল ও জাফর ইকবালের বোনের চরিত্রে ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘উসিলা।’ ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমাটি সুনেত্রাকে সবচেয়ে বেশি পরিচিতি দিয়েছিল।

ঢালিউডের সেই সময়ের ব্যস্ত সব নায়ক জসিম, সোহেল রানা, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না সবার সাথেই সুনেত্রা ছবি করেছেন।

ক্যারিয়ারের এক পর্যায়ে ব্যক্তিগত কারণে ঢাকা ত্যাগ করেন সুনেত্রা। তিনি পাকিস্তানের সিনেমায়ও কাজ করেন। পরে কলকাতায় নতুন ইনিংস শুরু করেও ততটা সাড়া পাননি।


মন্তব্য করুন