Select Page

সিকি শতক পর এক নাটকে

সিকি শতক পর এক নাটকে

টিভি নাটকের জনপ্রিয় তিন তারকা শমী কায়সার, মাহফুজ আহমেদ ও আফসানা মিমি। শোবিজে কাজের বাইরে ভালো বন্ধুও তারা। এদের মধ্যে মাহফুজ আহমেদ নাটকে নিয়মিত হলেও শমী কায়সার ও আফসানা মিমি একেবারেই অনিয়মিত। শমী কায়সার ব্যস্ত আছেন ব্যবসা নিয়ে। মিমি ব্যবসা, স্কুল ও ক্যামেরার পেছনে কাজ নিয়ে ব্যস্ততায় ডুবে আছেন। এবার এ তিন বন্ধু দীর্ঘ পঁচিশ বছর পর একসঙ্গে দাঁড়ালেন ক্যামেরার সামনে।

ঈদ উপলক্ষে নির্মিত ‘কালো চিঠি’ নামে একটি নাটকে অভিনয়ের জন্যই তাদের এক হওয়া। শামীম শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। নাটকটি আবার প্রযোজনা করেছেন আরেক জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

এতে অভিনয় প্রসঙ্গে মাহফুজ আহমেদ বলেন, ‘চয়নিকা দিদির নাটকে প্রায়ই অভিনয় করা হয় আমার। তবে এবার কালো চিঠি নামের যে নাটকে অভিনয় করলাম এটি আমার কাছে বিশেষ একটি নাটক। কারণ এর মাধ্যমে দুই যুগের বেশি সময় পর আমি. শমী ও মিমি একসঙ্গে অভিনয় করেছি। এটি একমাত্র চয়নিকার চৌধুরীর কারণেই সম্ভব হয়েছে। আমাদের সবার সিডিউল মিলাতে বেশ হিমশিম খেলেও সেটা বেশ ভালোভাবেই ম্যানেজ করে নিয়েছেন।’

শমী কায়সার বলেন, ‘গত বছর মাহফুজ আহমেদের সঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলাম। এবার যোগ হয়েছে আফসানা। দারুণ ভালো লাগল। কত দিন পর আমরা তিনজন ক্যামেরার সামনে এক হলাম! আশা করি নাটকটি দর্শকদের কাছে উপভোগ্য হবে। সেই সঙ্গে চয়নিকাকেও ধন্যবাদ।’

আফসানা মিমি বলেন, ‘নানা ব্যস্ততায় অভিনয় করা হয় না। তবে দীর্ঘদিন পর তিনজন একসঙ্গে কাজ করলাম। ভালোলাগাটা ভাষায় প্রকাশ যোগ্য হবে না। অনেক আবেগ কাজ করেছে কাজটি নিয়ে।’

এতে বিশেষ দুটি চরিত্রে অভিনয় করেছেন অরুনা বিশ্বাস ও নাজিরা মৌ। নাটকটি আসছে ঈদে এটিএন বাংলায় প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।


মন্তব্য করুন