Select Page

সিনেমা ও ওয়েবে সরব আলফা-আই

সিনেমা ও ওয়েবে সরব আলফা-আই

জনপ্রিয় নাটক ও ভিন্নধর্মী অনুষ্ঠানের পরিচিত প্রযোজনা সংস্থা আলফা-আই। এয়ারবেন্ডার, এক্সওয়াইজেড, কথোপকথন, সাত দুগুণে চৌদ্দ, তীরন্দাজ, মাকাল, গ্লোয়িং চেয়ার কিংবা দ্য বক্সের মতো নানা ধরনের অনুষ্ঠানে তাদের পাওয়া গেছে।

আরিফিন শুভ, আফরান নিশো ও জিয়াউল ফারুক অপূর্ব

মাঝে খানিকটা ঢিমেতালে মনে হলেও ২০২২ সালের শেষ নাগাদ ওয়েবে সরব হয়েছে প্রতিষ্ঠানটি। একের পর এক শো’র ঘোষণা আসছে।

দীপ্ত টিভি ও দীপ্ত প্লে’র সঙ্গে একাধিক কাজ করলেও এবারের ঘোষণাগুলো আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘিরে।

জনপ্রিয় তিন অভিনেতা আরিফিন শুভ, জিয়াউল ফারুক অপূর্ব ও আফরান নিশোকে নিয়ে তারা কাজ করছে। গত সপ্তাহে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন নিশো। রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ নামের সিনেমাটি প্রথমে প্রেক্ষাগৃহে ও পরে মুক্তি পাবে চরকিতে। ছবিটিতে নায়িকা হচ্ছেন তমা মির্জা।

এর পরপরই ঘোষণা আসে আফসান আরা বিন্দুর কামব্যাকের। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাম প্রকাশ না হওয়া ওয়েব ফিল্মটিতে আছেন শুভ।

সর্বশেষ ঘোষণা অপূর্বর সঙ্গে একটি ওয়েব সিরিজ। তানিম রহমান অংশুর পরিচালনায় নায়িকা হচ্ছেন তমা মির্জা। এটিও প্রচার হবে চরকিতে।

শাহরিয়ার শাকিল

এর আগে আলফা-আই জানায় বিপাশা হায়াতের গল্প ও চিত্রনাট্য থেকে অনিমেষ আইচ বানাচ্ছেন ওয়েব সিরিজ ‘এ জীবন মানুষের’। এ ছাড়া জাহিদ হাসান ও তৌকীর আহমেদ নিয়ে সিরিজ বানানোর ঘোষণাও এসেছে। তবে এটি অনিমেষে সিরিজটি কিনা জানা যায়নি।

এ দিকে দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে আলফা-আই সিরিজ ‘এলাটিং বেলাটিং’। দীপ্ত প্লেতে দেখা যাচ্ছে ‘আইকন ম্যান’।

অতীতে টিভিতে চমৎকার অনেক কাজ দেখালেও সিনেমায় সরব ছিল না প্রতিষ্ঠানটি। তাদের প্রযোজনায় নির্মিত এবং নূরুল আলম আতিকের পরিচালনায় জয়া আহসান অভিনীত ‘পেয়ারার সুবাস’ প্রায় ছয় বছর সেন্সর পেয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনো সিনেমাটি নিয়ে সরব নয় আলফা-আই। এছাড়া শিহাব শাহীনের ছবির প্রযোজনার ঘোষণা আসে কয়েক বছর আগে, পরে তা হয়নি। তবে নতুন প্রজেক্ট সফল হলে তারা নিশ্চয় সে পথেই এগোবে!

প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার শাহরিয়ার শাকিল সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি চলচ্চিত্র প্রযোজনার পাশাপাশি নিয়মিত ওয়েব কনটেন্ট বানাতে চাই। দর্শকদের সুস্থ ধারার বিনোদন দেওয়াই আমার লক্ষ্য। জানুয়ারিতে আরো কিছু কাজের ঘোষণা দেব। ’


মন্তব্য করুন