সুবীর নন্দীর নজরুলসঙ্গীতের অ্যালবাম
প্রথমবারের মতো নজরুলের গান নিয়ে দ্বৈত অ্যালবাম করেছেন সুবীর নন্দী। আজ বুধবার রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় ‘মোরা ছিনু একেলা’ শিরোনামে এ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। অ্যালবামটিতে সুবীর নন্দীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ছন্দা চক্রবর্তী।
সুবীর নন্দী বলেন, ১৯৬৭ সালে বাংলাদেশ বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর নজরুলসংগীত ও আধুনিক গান গাইতাম। এরপর ৭০ দশকে নজরুলের গানের স্বরলিপিকেন্দ্রিক নানা কথা শুরু হয়। তখন থেকে আর সেভাবে নজরুলের গান গাইনি। এবার নজরুলের অ্যালবাম করলাম। সেই পুরনো ভালোবাসা ও ঋণ শোধ করার প্রয়াসই এ অ্যালবাম।
‘মোরা ছিনু একেলা’ অ্যালবামে ১০টি গান থাকছে। সুধীন দাসের স্বরলিপিতে এর সংগীত করেছেন বদরুল আলম বকুল।