
সোনার চরে অমৃতা
সাইফ চন্দনের ‘টার্গেট’ সিনেমার পর আর মুভি ক্যামেরার সামনে দাঁড়াননি অমৃতা খান। তাও ছিল গত বছরের ডিসেম্বরে। এরপর ২০১৫ সাল শেষ হতে চলল। আর সে সময়ে আসল সুখবর। এবার তাকে আবারো পাওয়া যাবে লাইট ক্যামেরা এ্যাকশনে।
নতুন সিনেমার নাম ‘সোনার চর’। পরিচালক ‘মাতৃত্ব’খ্যাত জাহিদ হোসেন। অমৃতার বিপরীতে কে থাকবেন এখনো ঠিক হয়নি। তবে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবে গুণী অভিনয় শিল্পী আল মনসুর ও রোকেয়া প্রাচী।
চলচ্চিত্রে অনুপস্থিতি সম্পর্কে অমৃতা জানান, ছয় মাস পরিবারের সঙ্গে দেশের বাইরে বাবার কর্মস্থলে ছিলেন। এ ছাড়া দেশে ফিরে ও লেভেল পরীক্ষা শেষ করেছেন। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের শেষ দিকে ‘সোনার চর’র শুটিং শুরু হবে।
এ দিকে নির্মাতা জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, ‘গল্পের সঙ্গে অমৃতাকে ভালো মানিয়ে যায়। এ জন্য ওর সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে রেখেছি। ঈদের পরপরই আরও যেসব শিল্পীকে ছবিটিতে নেওয়া হবে, তারাসহ একসঙ্গে অমৃতাকে চুক্তিবদ্ধ করা হবে।’
তিনি আরো জানান, সিনেমার প্রেক্ষাপট ১৯৭১ সাল থেকে আশির দশক। যে সময়ে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়। ওই সময়ের এক জোড়া প্রেমিক-প্রেমিকার স্বপ্নের চর সোনার চর। ভালোবাসার চড়াই-উতরাই পেরিয়ে দুজন সেখানেই যেতে চায়।