Select Page

স্টার সিনেপ্লেক্সে হলিউড সিনেমাকে পেছনে ফেলে প্রথম ‘সুড়ঙ্গ’, দ্বিতীয় ‘প্রিয়তমা’

স্টার সিনেপ্লেক্সে হলিউড সিনেমাকে পেছনে ফেলে প্রথম ‘সুড়ঙ্গ’, দ্বিতীয় ‘প্রিয়তমা’

দেশের একমাত্র মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী মিলিয়ে মোট সাতটি শাখা চালু হয়েছে এর। দেশের বর্তমান সিনেমা বাজারে হিট-ফ্লপ নির্ধারণে তাদের রয়েছে দুর্দান্ত সক্ষমতা ।

অত্যাধুনিক প্রযুক্তি আর মানসম্মত ব্যবস্থা থাকায় আউটলেট বাড়ার পাশাপাশি স্টার সিনেপ্লেক্সের দর্শকও বাড়ছে ক্রমশ। স্ট্যান্ডার্ড অনুসারে, এই দর্শকের বড় অংশই মূলত হলিউডপ্রেমী। তবে সাম্প্রতিককালে অবস্থা অনেক পাল্টছে।

গেল জুলাই মাসের হিসাবে হলিউডের বিখ্যাত সব সিনেমা টপকে স্টার সিনেপ্লেক্সে দর্শকপ্রিয়তায় দাপট দেখিয়েছে বাংলাদেশের সিনেমা। মাস শেষে টিকিট বিক্রির নিরিখে সেই তালিকাই প্রকাশ করলো প্রতিষ্ঠানটি। যেখানে সেরা দশটি ছবির নাম জায়গা পেয়েছে।

এই তালিকায় শীর্ষস্থান দখল করেছে রায়হান রাফী নির্মিত ‘সুড়ঙ্গ’। ছবিটির মাধ্যমে আফরান নিশোর বড় পর্দায় অভিষেক হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাওয়া এই ছবি টানা প্রায় এক মাস সিনেপ্লেক্সের একাধিক শাখায় হাউজফুল ছিল। সেই ধারা অব্যাহত রেখে এখনও ছবিটি প্রদর্শিত হচ্ছে।

দ্বিতীয় স্থানেও রয়েছে ঢাকার প্রডাকশন। সিনেপ্লেক্সে টিকিট বিক্রিতে সেকেন্ড পজিশনে আছে হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’। প্রেম-বিরহের গল্পের এই ছবিতে শাকিব খানকে ভিন্ন অবতারে দেখা গেছে। যার ফলে দেশজুড়ে ছবিটি বিপুল সাড়া পেয়েছে। সেটার ছাপ সিনেপ্লেক্সেও স্পষ্ট।

জুলাই মাসের টপ টেন সিনেমার তালিকায় দেশের আরও একটি সিনেমা জায়গা পেয়েছে। সেটি চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’। এর অবস্থান ষষ্ঠ। সার্বিকভাবে অল্পসংখ্যক হল পেলেও ছবিটি দর্শকের প্রশংসা এবং হাউজফুল শো, সবই পেয়েছে দারুণভাবে।

তালিকার অন্য ছবিগুলো হলো- ‘ওপেনহাইমার’, ‘মিশন ইম্পসিবল: ডেড রকনিং পার্ট ওয়ান’, ‘বার্বি’, ‘ইন্ডিয়ানা জোনস’, ‘স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’, ‘এলিমেন্টাল’ ও ‘ট্রান্সফরমারস: রাইজ অব দ্য বিস্টস’।

এর আগে গত বছর একই মাল্টিপ্লেক্সে জোড়া সাফল্য দেখিয়েছে ‘পরাণ’ ও ‘হাওয়া’। ছবি দুটি মাসের পর মাস হাউজফুল দেখিয়েছে। এ কথা অনেক দিন ধরে বলা হচ্ছে, মানসম্মত কনটেন্ট ও যথেষ্ট মাল্টিপ্লেক্স ঘুরিয়ে দিতে পারে দেশের সিনেমা ব্যবসা। কারণ, একই সিনেমাগুলো অন্যান্য মাল্টিপ্লেক্সেও ভালো সাড়া পেয়েছে।


Leave a reply