Select Page

‘স্বপ্নের ঠিকানা’র মূল কারিগর শিল্পী চক্রবর্তী আর নেই

‘স্বপ্নের ঠিকানা’র মূল কারিগর শিল্পী চক্রবর্তী আর নেই

 ‘বেদের মেয়ে জোসনা’র পর বাংলাদেশের দ্বিতীয় ব্যবসাসফল সিনেমা হিসেবে স্বীকৃত ‘স্বপ্নের ঠিকানা’। পর্দায় পরিচালক হিসেবে এম এ খালেকের নাম দেখা গেলেও সালমান শাহ ও শাবনূরের এ সিনেমার মূল কারিগর শিল্পী চক্রবর্তী। পরিচালনা করলেও তার নাম আসেনি পর্দায়।

সেই সফল নির্মাতা শিল্পী চক্রবর্তী আর নেই। গতকাল বৃহস্পতিবার (৭ মার্চ) রাত ৮টা নাগাদ মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। মৃত্যুকালে বয়স ছিলো ৭১ বছর।

খবরটি নিশ্চিত করেছেন নির্মাতার ভাগনে সংগীত পরিচালক ইমন সাহা। ফেসবুকে তিনি মামার আত্মার শান্তির জন্য প্রার্থনা কামনা করেছেন সবার কাছে।

ইমন জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শিল্পী চক্রবর্তী মারা গেছেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন শিল্পী চক্রবর্তী। ২০২২ সালে তার একবার স্ট্রোক হয়েছিল। এর পর থেকে শিল্পী চক্রবর্তী শারীরিকভাবে দুর্বল ছিলেন। সর্বশেষ বুধবার রাতে তিনি (শিল্পী চক্রবর্তী) বাসায় মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে তাকে আইসিইউতে রাখা হয়। সন্ধ্যায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রয়াত আজিজুর রহমানের সহকারী হিসেবে ক্যারিয়ার শুরু করেন শিল্পী চক্রবর্তী। সিবি জামানের সহকারি হিসেবেও কাজ করেন তিনি। শিল্পী চক্রবর্তী আরো নির্মাণ করেছেন ‘বিনি সুতার মালা’, ‘উজান ভাটি’, ‘আমার আদালত’, ‘তোমার জন্য পাগল’, ‘সবার অজান্তে’, ‘চরমপত্র’, ‘মীমাংসা’র মতো অনেক সফল সিনেমা।


Leave a reply