Select Page

স্বাধীনতার পর প্রথম ঈদুল আজহায় মুক্তি পায় ‘জয় বাংলা’

স্বাধীনতার পর প্রথম ঈদুল আজহায় মুক্তি পায় ‘জয় বাংলা’

নয় মাস যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে বাংলাদেশ। বিজয় দিবসের দেড় মাসের মাথায় আসে প্রথম ঈদ- ঈদুল আজহা।

দিনটি ছিল ১৯৭২ সালের ২৬ জানুয়ারি। ওই দিন একদম নতুন সিনেমা হিসেবে মুক্তি পায় ‘জয় বাংলা’। অর্থাৎ, স্বাধীনতার পর প্রথম ঈদ সেলিব্রেশন হয় ঐতিহাসিক ‘ছয় দফা আন্দোলন কেন্দ্রিক’ সিনেমা দিয়ে।

ফখরুল আলম পরিচালিত এ সিনেমায় ছিলেন আনোয়ার হোসেন, ইনাম আহমেদ, আমিনুল হক, আতিয়া, কায়েস, আলেয়া, সিতারা, সুপ্রিয়া, আমিনুল হক বাদশা প্রমুখ।

‘জয় বাংলা’র চিত্রনাট্য লেখেন বর্তমান নির্বাচন কমিশনার সাহিত্যিক মাহবুব তালুকদার। ছবিটি নিয়ে তিনি লিখেছিলেন, “ছবিটি মানসম্পন্ন ছিল না বলে তা নিয়ে আলোচনাও খুব বেশি হয়নি। তবে এর একটি ঐতিহাসিক গুরুত্ব অবশ্যই আছে।”

ছবিতে ব্যবহৃত গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘জয় বাংলা, বাংলার জয়’ গানটি সমাদৃত হয় ও জনপ্রিয়তা অর্জন করে।

১৯৭০ সালের জুনে সিনেমাটি সেন্সর জমা পড়ে। কিন্তু সামরিক শাসন ‘জয় বাংলা’র পক্ষে ছিল না। তাই ছবিটি মুক্তি পেতে দেরি হয়।

ওই ঈদের আরেকটি আকর্ষণ ছিল দুই সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘মানুষের মন’, যা ছিল স্বাধীন বাংলাদেশে মুক্তি পাওয়া প্রথম সিনেমা। মুস্তফা মেহমুদের পরিচালনায় প্রধান চরিত্রে ছিলেন ববিতা ও রাজ্জাক।

এ ছাড়া বেশ কিছু পুরোনো ছবিও প্রদর্শিত হয়। যার মধ্যে ছিল কাজী জহিরের মধুমিলন ও ময়নামতি।

উল্লেখিত এ চারটি ছবির খবরের উৎস মর্নিং নিউজে প্রকাশিত বিজ্ঞাপনের ক্লিপ।


মন্তব্য করুন