‘স্বাধীনতার ৫১ বছরেও সেন্সর থেকে মুক্তি পাইনি আমরা’
স্বাধীনতার ৫১ বছরেও ‘সেন্সর’ থেকে মুক্তি পায়নি সিনেমা এমন মন্তব্য করেছেন পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এফডিসির শহীদ মিনার চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে আরটিভি অনলাইন।
কাজী হায়াৎ বলেন, ৫১ বছরেও সেন্সর থেকে আমরা মুক্তি পায়নি। আমরা স্বাধীন হয়েছি, আমাদের ভাষা আন্তর্জাতিক ভাষা দিবসের মর্যাদা পেয়েছে। কিন্তু সেন্সর থেকে আজও মুক্তি পাইনি আমরা।
চলচ্চিত্র ‘সেন্সরবোর্ড’-এর নাম বাংলায় রাখার জোর দাবি জানিয়ে এই নির্মাতা বলেন, এত বছরেও আমাদের চলচ্চিত্র সনদপত্র (সেন্সরবোর্ড) বিভাগকে এখনো বাংলা করা হয়নি। সেটা ইংরেজি সেন্সর বোর্ডই রয়ে গেছে।
পরিচালক সমিতির এই নেতা আরও বলেন, সেন্সরবোর্ডের নীতিমালা যা আছে তাই থাকুক। শুধু ‘সেন্সর’ ছাড়পত্রের পরিবর্তে ‘সনদপত্র’ করে দেওয়া হোক।
বর্তমানে পরিচালক সমিতির সভাপতি হিসেবে দেশের চলচ্চিত্র বিষয়ে গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণে ভূমিকা রাখছেন কাজী হায়াৎ। সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র আমদানি প্রসঙ্গে অন্যান্য সমিতির সঙ্গে একমত হয়েছেন তিনি।
পরিচালক সমিতির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশের হলে হিন্দি সিনেমার প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে হিন্দি সিনেমা চালানো যাবে না। বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি সিনেমা। বছরে ৬ থেকে ১০টি সিনেমা আনা যেতে পারে। আপাতত হিন্দি সিনেমা আমদানির মেয়াদকাল হবে দুই বছর।
পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, ‘হিন্দি সিনেমা আমদানির পুরো প্রক্রিয়া নিয়ে আমাদের কথা হয়েছে। আমাদের হল বাঁচাতে ভারতীয় হিন্দি সিনেমা চলবে কি চলবে না, এ ব্যাপারে আমি মিটিংয়ে কমিটির সবার মতামত চেয়েছিলাম। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা।’
এক সময় সাড়া জাগানো অনেক সিনেমার নির্মাণ করলেও সর্বশেষ ‘জয় বাংলা’ দিয়ে বেশ সমালোচনায় পড়েন কাজী হায়াৎ। সিনেমাটি নির্মিত হয় সরকারি অনুদানে।