Select Page

আর্টিজান হামলা নিয়ে ফারুকীর ‘হলি বেকারি’

আর্টিজান হামলা নিয়ে ফারুকীর ‘হলি বেকারি’

Interview of Mostofa Sarwar Farooki, 21st BIFF, Korea, Busan - 1

চলতি বছরইজুলাই মাসের শুরুতে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহতম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গুলশানের হলি আর্টিজান বেকারিতে একদল সশস্ত্র জঙ্গী হামলা করে, অতিথিদের জিম্মি করে এবং প্রায় ২৪জনকে হত্যা করে যাদের বেশিরভাগই ছিল বিদেশি। পরবর্তীতে সামরিক হামলায় সকল জঙ্গি নিহত হয়। এ ঘটনাকে ঘিরেই বরেণ্য চিত্রপরিচালক মোস্তফা সরয়ার ফারুকী তার পরবর্তী চলচ্চিত্র নির্মানের ঘোষণা দিয়েছেন। ছবির নাম ‘হলি বেকারি’।

বিখ্যাত ‘ভ্যারাইটি’ পত্রিকায় দেয়া এক সাক্ষাতকারে এ খবর জানিয়েছেন স্বয়ং পরিচালক। বর্তমানে তিনি বুসান চলচ্চিত্র উৎসবের জুরি হিসেবে বুসানে অবস্থান করছেন। সেখানেই তিনি ভ্যারাইটি-কে এ সাক্ষাতকার দেন।

‘হলি বেকারী’ এক শটের চলচ্চিত্র হবে বলে জানিয়েছেন ফারুকী। এর বৈশিষ্ট্য হল পুরো সিনেমাটিই একটি লম্বা টেকে গ্রহণ করা হয় অথবা এমনভাবে সম্পাদনা করা হয় যেন দর্শক বিভিন্ন দৃশ্যের মধ্যে পার্থক্য করতে না পারেন। সাম্প্রতিককালের আলেহান্দ্রো ইনারিতুর পরিচালনায় নির্মিত ‘বার্ডম্যান’ এ ধরনের ওয়ান-শট চলচ্চিত্র।

২০১৭ সালের মার্চ থেকে ছবির কাজ শুরুর ব্যাপারে আশাবাদী ফারুকী। এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি দক্ষিন এশিয়ার রাজনীতি, ঘৃণার সংস্কৃতি, অসহিষ্ণুতা, জঙ্গিবাদ ইত্যাদির উত্থান ইত্যাদি তুলে ধরতে চেষ্টা করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে ফারুকী তার চলচ্চিত্র ‘ডুব  – নো বেড অব রোজেস’ এর পোস্ট প্রোডাকশনের কাজ করছেন। ‘ডুব’ চলচ্চিত্রে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় অভিনেতা ইরফান খান প্রযোজনা এবং অভিনয় করেছেন। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে।


মন্তব্য করুন