
‘হিরো : দ্য সুপারস্টার’-এর মহরত

অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, “জমকালো মহরতের মাধ্যমে আজ থকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবির যাত্রা শুরু হবে। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রডাকশন থেকে নির্মিতব্য ছবিটি সবার প্রত্যাশা পূরণ করতে পারে। ছবিটির শুটিং হবে তিনটি দেশে। গানগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রতিটি গানের শুটিং হবে বিদেশে। চেষ্টা থাকবে, একটি আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের।”