Select Page

‘হিরো : দ্য সুপারস্টার’-এর মহরত

‘হিরো : দ্য সুপারস্টার’-এর মহরত
image_107657শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো : দ্য সুপারস্টার’-এর মহরত অনুষ্ঠিত হচ্ছে সোমবার। বিকেল ৪টায় ওয়েস্টিন হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে ছবির কলাকুশলীদের নাম ঘোষণা এবং ছবির শুটিং পরিকল্পনা সম্পর্কে জানাবেন শাকিব।
বদিউল আলম খোকনের পরিচালনায় এরই মধ্যে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাসববি
অ্যাকশন-রোমান্টিক ঘরানার এ ছবি প্রসঙ্গে শাকিব বলেন, “জমকালো মহরতের মাধ্যমে আজ থকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ছবির যাত্রা শুরু হবে। সবার কাছে দোয়া চাই যেন আমার প্রডাকশন থেকে নির্মিতব্য ছবিটি সবার প্রত্যাশা পূরণ করতে পারে। ছবিটির শুটিং হবে তিনটি দেশে। গানগুলোর ওপর বিশেষ জোর দেওয়া হবে। প্রতিটি গানের শুটিং হবে বিদেশে। চেষ্টা থাকবে, একটি আন্তর্জাতিক মানের ছবি নির্মাণের।”


মন্তব্য করুন