Select Page

হেনরী আমিন আর নেই

হেনরী আমিন আর নেই

কাহিনীকার হেনরী আমিন854_e3 বৃহস্পতিবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি ক্লিনিকে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, তিন কন্যা ও অনেক আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বিএমডিবি-র পক্ষ তার আত্মার শান্তি কামনা করছি।

তিনি চলচ্চিত্রকার দিলীপ সোমের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। পরে কাহিনীকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

তার লেখা প্রথম ছবি ‘সবার উপরে’। এরপর তিনি অসংখ্য ছবির কাহিনী লিখেন। এসব ছবির মধ্যে শাহজামাল, অবুঝ হৃদয়, সুখের মিল, লিনজা, বিধান, অনন্ত ভালোবাসা, অচল পয়সা, কেন ভালোবাসলাম উল্লেখযোগ্য। হেনরী আমিনের ভাল নাম রুহুল আমিন চৌধুরী।

তার জন্ম ১৯৫২ সালের ১৫ই জুন চাঁদপুরের মতলব থানার উলুকান্দা গ্রামে। তার মৃত্যুতে চলচ্চিত্রশিল্পে শোকের ছায়া নেমে আসে।

হেনরী আমিন ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য। তার মৃত্যুতে বাংলাদেশ চলচ্চিত্র লেখক সমিতি শোক ও তার শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।


মন্তব্য করুন