Select Page

‘হ্যালির ধুমকেতু’ হয়ে সুরের আকাশে ইমতিয়াজ বর্ষণ, সঙ্গে আহমেদ রাজীব

‘হ্যালির ধুমকেতু’ হয়ে সুরের আকাশে ইমতিয়াজ বর্ষণ, সঙ্গে আহমেদ রাজীব

‘ঊনপঞ্চাশ বাতাস’ ও ‘চন্দ্রাবতী কথা’— বড়পর্দায় ইমতিয়াজ বর্ষণের হ্রস্ব ক্যারিয়ারে উল্লেখযোগ্য দুই সিনেমা। যেখানে সিনেমার গল্প অনেকটা মিউজিক্যাল জার্নির মতো। তবে দুটি গল্পে পর্দা বা তার অন্তরালে গায়ক নন বর্ষণ। অবশ্য বেসবাবা সুমনের কণ্ঠের বিখ্যাত ‘প্রথম ঝরে পড়া শিউলিটার’ সুর করেছেন তিনি।

এবার দারুণভাবে চমকে দিয়ে আহমেদ রাজীবের সঙ্গে মিলে ‘হ্যালির ধুমকেতু’ সামনে আনলেন তারা, যাকে বলছিলেন ট্র্যাভেল ব্যান্ড। মূলত দুটি গান প্রকাশের মাধ্যমে সামনে এলো সুরের আকাশে রাজীব ও বর্ষণের যৌথ উড়াউড়ি।

‘মেঘে মেঘে’ এবং ‘হাওয়ায় চিঠি’ শিরোনামের গান দুটির স্টুডিও ভার্সন শোনা যাচ্ছে, অডিও স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউব মিউজিক, স্পোর্টিফাই ও আইটিউনসসহ গ্লোবাল বেশ কয়েকটি অডিও প্লাটফর্মে।

‘হাওয়ার চিঠি’ গানটির কথা লিখেছেন মহি মুহাম্মদ। সুর করেছেন আহমেদ রাজীব। অন্যদিকে, ‘মেঘে মেঘে’ গানটির কথা ও সুর করেছেন অভিনেতা ও সংগীতশিল্পী ইমিতিয়াজ বর্ষণ। দু’টি গানেই মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও আহমেদ রাজীব।

গান দুটি প্রকাশ্যে আনা প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ বলেন, ‘বেশকিছু গান অডিও রেকর্ড করেছিলাম। এরমধ্যে দু’টি গান শ্রোতাদের সামনে আনার সিদ্ধান্ত নেই আমরা। তবে গানের ভিজ্যুয়াল আসতে সময় লাগবে।’

ইমতিয়াজ বর্ষণ আরও বলেন, গান দু’টি খুব যত্ন নিয়ে করা। এই প্রথম আমাদের মৌলিক গান সবার সামনে আনতে পেরেছি, খুব ভালো লাগছে। ‘হ্যালির ধুমকেতু’ ব্যান্ড এভাবেই হঠাৎ করে ধুমকেতুর মতো গান নিয়ে আসবে। শ্রোতাদের আশীর্বাদ যেন আমাদের সঙ্গে থাকে সবসময়। গান দু’টি কেমন লাগলো শ্রোতারা যেন আমাদের জানান। তাদের ভালো লাগা, মন্দ লাগা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে নেবো।’

‘হ্যালির ধুমকেতু’; এ ভিন্নধর্মী নামকরণের কারণ হিসেবে  ইমতিয়াজ বর্ষণ জানান, মূলত তারা একসাথে বিভিন্ন জায়গা ভ্রমণ করেন। ভ্রমণে গিয়ে অনেকসময় তারা গান রচনা ও সুরারোপ করে নিজেরা গান। সেখান থেকেই ভাবনা আসে এই ট্র্যাভেল ব্যান্ডের।


Leave a reply